এবার আমাজন ইন্ডিয়া তাদের ওয়েবসাইটে খুচরো, ছোট ও মাঝারি বিক্রয় কারীদের যোগ করতে চলেছে !
এই প্রোগ্রামটি নাম তারা দিয়েছে লোকাল শপ অন আমাজন ।
প্রাথমিক ভাবে তারা স্থির করেছে যে দেশের 100 টা শহর থেকে প্রাথমিকভাবে 5,000 দোকানকে এই প্রজেক্ট এর অংশ হিসেবে শুরু করানো হবে।
এখানে তারা আসবাবপত্র থেকে শুরু করে খেলার সামগ্রী, কসমেটিক্স, বই, খেলনা, দৈনন্দিন ব্যবহার্য সামগ্রী ইত্যাদি নানান জিনিস বিক্রি করতে পারবেন সরাসরি আমাজন ইন্ডিয়া তে ।
ও পরবর্তী কালে আরও নানান সামগ্রী যোগ করা হবে !
আরও জানুন : সাবধান অনলাইনে রেডমির ফোন কিনতে গিয়ে এইভাবে ঠকে যেতে পারেন আপনিও ! অনলাইন ফ্রড থেকে কিভাবে বাঁচবেন ?
নিঃস্বন্দেহে এই প্রজেক্ট কার্যকরী হলে দেশের অনেক খুচরো, মাঝারি ও ছোট বিক্রয়কারীরা উপকৃত হবেন।
ভারতের টেক জায়ান্ট রিলায়েন্স জিওর প্রায় দশ শতাংশ শেয়ার কেনার পর ও এমনই এক প্রজেক্টের ইঙ্গিত দিয়েছে ফেসবুক ও রিলায়েন্স এর জিও মার্ট !
তারই মধ্যে আমাজন ইন্ডিয়া এই ঘোষণা যথেষ্টই তাৎপর্যপূর্ণ ।