Covid-19 এর দরুন লকডাউন চলাকালীন ভারত সরকার ১৯ শে এপ্রিল ফ্লিপকার্ট ও আমাজনের ওপরে বেশ কিছু নিয়মাবলী আরোপ করেছে । যার ফলস্বরূপ আগেই ফোনের ডেলিভারি বন্ধ হয়ে গেছে আবার অনেক স্মার্টফোন লঞ্চ স্থগিত হয়ে গেছে !
এর ফলে পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে যে রেডমি, One Plus ও Apple এর মত কোম্পানিগুলি বেশ কিছু নতুন ফোনের অ্যানাউন্সমেন্ট যেমন বন্ধ রেখেছে ।
তেমনি বেশকিছু স্মার্টফোন লঞ্চ করেও বিক্রয় করতে পারছে না।
চলুন দেখে নেওয়া যাক এমন পরিস্থিতি কোন কোন স্মার্টফোনের ক্ষেত্রে !
Table of Contents
Apple iPhone SE (2020)
এই উন্নত হার্ডওয়্যার ও সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনটি স্মার্টফোন প্রেমীদের কাছে বহুচর্চিত ফোন।
যার জন্য অনেকদিন অপেক্ষা করে আছেন অনেকেই।
সাশ্রয়ী ফোনগুলোর মধ্যে এটি অন্যতম কারণ Apple এই ফোনটির দাম ধার্য করেছে ৪২৫০০ টাকা।
এই সাশ্রয়ীমূল্যে স্মার্টফোনটিতে পাওয়া যাবে Apple A13 Bionic processor (যেটি iPhone 11 series তেও পাওয়া যাবে)।
এটির ডিজাইন মোটামুটি Apple iPhone 8 এর মতোই।
OnePlus 8 / OnePlus 8 Pro
Apple iPhone SE সিরিজ এনাউন্স করার মাত্র কয়েকদিন আগে এই সিরিজটি লঞ্চের কথা ঘোষণা করা হয়।
One Plus 8 শুরু হচ্ছে মাত্র ৪১,৯৯৯ টাকা থেকে এবং One Plus 8 Pro শুরু হচ্ছে ৫৪,৯৯৯ টাকা থেকে।
এই দুটি ফোনেই দেখা যাবে Qualcomm Snapdragon 865 SoC এবং সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো যে এটি একটি 5G স্মার্টফোন।
এছাড়াও এতে দেখা যাবে পাঞ্চ হোল ডিসপ্লে, Multi ক্যামেরা, OxygenOS দ্বারা পরিচালিত Latest Android 10 ।
Huawei P40 series
Huawei আন্তর্জাতিকভাবে লঞ্চ করেছে Huawei P40, P40 Pro, and the P40 Pro+ এই স্মার্টফোনগুলি।
এই স্মার্টফোনগুলি Kirin 990 5G SoC দ্বারা চালিত এবং উভয়ই latest অ্যান্ড্রয়েড 10 দ্বারা পরিচালিত।
উভয় স্মার্টফোনে 8 জিবি RAM রয়েছে।
Huawei P40 128GB স্টোরেজ সহ আসে এবং Huawei P40 Pro তে পাওয়া যায় 256 GB স্টোরেজ ।
Huawei P40 তে triple camera setup এবং Huawei P40 pro তে Quad Camera Setup দেখা যাবে।
আশা করা হচ্ছে লকডাউন উঠে যাওয়ার সঙ্গেই এই ফোনটি ইন্ডিয়াতে লঞ্চ করবে।
Realme Narzo 10 / Narzo 10A
একবার নয়, দুবার এই সিরিজটির ফোনের লঞ্চ বন্ধ করতে বাধ্য হয় Realme ।
এই সিরিজের দাম শুরু হবে পনেরো হাজার টাকা থেকে।
Realme Narzo 10 ও Narzo 10A যথাক্রমে MediaTek Helio G80 and Helio G70 SoCs দ্বারা পরিচালিত হবে এবং ৫০০০ mAh ব্যাটারি ক্যাপাসিটি পাওয়া যাবে।
Xiaomi Mi 10
Xiaomi ঠিক করেছিল যে ৩১ শে মার্চ এই ফোনটি ইন্ডিয়াতে লঞ্চ করবে।।
কিন্তু লকডাউন বৃদ্ধি হওয়ার সঙ্গে Launch Event পিছিয়ে গেছে।
এটিতে দেখা যাবে Quard Camera Set up এর সাথে 108 মেগাপিক্সেলের একটি ক্যামেরা।
আরও জানুন : ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য সুখবর নিয়ে এলো আমাজন ইন্ডিয়া ! বিস্তারিত দেখে নিন এখানে !
এটিতে থাকবে Qualcomm Snapdragon 865 SoC এবং 8GB RAM ।
Vivo V19
Vivo এই ফোনটির লঞ্চ ইভেন্ট ২৬ শে মার্চ করবে ভাবলেও এটি ১৩ এপ্রিল অবধি পিছিয়ে দেয়া হয়েছে।
ফোনটিতে দেখা যাবে Snapdragon 712 ।
এই ফোনটিতে সামনে দেখা যাবে ডুয়াল ফ্রন্ট ক্যামেরা এবং Quad ব্যাক ক্যামেরা সেটআপ ।
Redmi Note 9 Pro Max
Redmi Note সিরিজ সাশ্রয়ী মূল্যের ফোনগুলোর মধ্যে অন্যতম।
ফোনটির প্রথম সেল শুরু হওয়ার আগেই লকডাউন এর কারণে বন্ধ হয়ে যায়।
Redmi Note 9 Pro Max তে দেখা যাবে একদম নতুন Qualcomm Snapdragon 720G এবং ব্যাকে quad-camera setup।
ব্যাটারি 5,020mAh যা 33W ফাস্ট চারজিং সাপোর্ট করে।
দাম শুরু ১৪,৯৯৯ টাকা থেকে।
Motorola Razr
২০১৯ এ এটির লঞ্চ শুরু হলেও ইন্ডিয়াতে এটি লঞ্চে বেশ কিছুটা দেরি হয়ে যায়, তারপর শুরু হয় লকডাউন।
এটির দাম 1,24,999 টাকা।
এটিতে Foldable ডিসপ্লে দেখা যাবে এবং Iconic ডিজাইন।
Samsung Galaxy S20 Ultra
Samsung গ্যালাক্সি S20 আল্ট্রা হ’ল Samsung স্মার্টফোন গুলোর মধ্যে সেরা।
এটিতে আছে শক্তিশালী এক্সিনোস 990 SoC এবং এতে একটি বড় 6.9-ইঞ্চি কিউ এইচ ডি + ডিসপ্লে রয়েছে।
এতে 12 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ রয়েছে।
এটি তার বিশেষ বৈশিষ্ট্য, একটি 108-মেগাপিক্সেল Primary ক্যামেরা সহ পিছনে Quad Camera Setup ।
এই সমস্ত স্মার্ট ফোন গুলির লঞ্চ বা বিক্রি বন্ধ হয়ে যাওয়ায় কোম্পানি গুলি যেমন ক্ষতির সম্মুখীন হচ্ছে তেমনই আগ্রহের সাথে অপেক্ষা করে রয়েছে টেক লাভাররা !
একবার শুধু সমস্ত কিছু ঠিক হয়ে গিয়ে লক ডাউন ওঠার অপেক্ষা !