এখন অফলাইনে ফোন কেনার থেকে বেশিরভাগ কাস্টমার অনলাইনে ফোন কিনতে অভ্যস্ত।
আর এর সুবিধাও পাওয়া যায় অনেক রকমের।
আর একথা অস্বীকার করা যায়না যে ঠিক এর সুযোগ নিয়ে বেড়ে গেছে লোক ঠকানোর পরিমাণও!
তেমনি এক অনলাইন ফ্রড ব্যাপার আজ সবার সামনে নিয়ে এসেছে মানু কুমার জেইন !
তিনি আজ এমন এক ওয়েবসাইট সবার সামনে এনেদিয়েছেন যেটি দেখে কেউ ভাবতেও পারবেনা সেটি ফেক।
ওয়েবসাইটটি দেখতে সম্পূর্ণ রূপ রেডমি ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট এর মতোই ।
এবং তাদের মতোই রয়েছে সেই ওয়েবসাইটে ফোন বিক্রির ব্যবস্থাও।
কিন্তু সেই ওয়েব সাইটে গিয়ে ফোনে কিনে টাকা মেটালেও আপনি ফোনের ডেলিভারি পাবেন না। কারণ সেটি ফ্রড ওয়েবসাইট !
আরও জানুন : এবার হোয়াটসঅ্যাপ এ আরও বেশি জনের সাথে করতে পারবেন গ্রুপ কল । জেনে নিন কীভাবে !
লোক ঠকিয়ে টাকা হাতিয়ে নেবার জন্যই সেই ওয়েবসাইট বানানো।
তিনি এই বিষয়ে রিটুইট করে জানান !
তারই সাথে তিনি বলে দিয়েছেন তাদের অফিসিয়াল ওয়েবসাইট এর লিংক কোনটা এবং এই ফ্রড ওয়েবসাইট এর লিঙ্ক কোনটা সেটাও।
অনলাইন ফ্রড থেকে বাঁচতে আপনার কি করণীয় ?
অনলাইন ফ্রড থেকে বাঁচতে অবশ্যই অনলাইনে জিনিস কেনার আগে সচেতন হোন। সে যেকোনো শপিং সাইট থেকেই হোক না কেন।
কেনার আগে ভালো করে দেখেনিন সেই ওয়েবসাইটের লিংকটি।
ক্যাশ অন ডেলিভারি থাকলে সেটাই ব্যবহার করুন।
কেনার আগে শপিং ওয়েবসাইটের লিংকটি সিকিউর কিনা দেখে নিন।
লিংক এর শুরুতে https:// রয়েছে কিনা দেখে তবেই কিনুন। https:// না থাকলে ভুলেও ট্রানজাকসান করবেন না !
এই সমস্ত নিয়ম গুলি অবশ্যই মেনে চলুন আর সজাগ থাকুন ও শ্রেষ্ঠ থাকুন।