Apple Card কে টেক্কা দেবার জন্য স্মার্ট ডেবিট কার্ড নিয়ে কাজ করছে গুগল !

Apple Card কে টেক্কা দেবার জন্য সম্ভবত স্মার্ট ডেবিট কার্ড নিয়ে কাজ করছে গুগল !

গুগল একটি স্মার্ট ডেবিট কার্ড এ কাজ করছে যা আর্থিক লেনদেনকে আরও সহজ করে তুলবে।

এই কার্ডের কিছু ছবি অনেক সাইটে ফাঁস হয়ে গেছে এবং এটি কীভাবে কাজ করে সে সম্পর্কিত কিছু তথ্যও প্রকাশিত হয়েছে।

গুগল কার্ড ( আনঅফিসিয়াল নাম) ফিজিক্যাল এবং ভার্চুয়াল কার্ড উভয় রূপেই দেওয়া হবে বলে আশা করা হচ্ছে ।

এবং এটি গুগল অ্যাপের সাথে সংযুক্ত হয়ে যাবে ।

ও ব্যবহারকারীদের অনলাইন জিনিসপত্র কেনা ও অন্যান্য নানা কাজে লাগবে বলে আশা করা যাচ্ছে।

আরও জানুন : সাবধান অনলাইনে রেডমির ফোন কিনতে গিয়ে এইভাবে ঠকে যেতে পারেন আপনিও ! অনলাইন ফ্রড থেকে কিভাবে বাঁচবেন ?

তবে গুগল কার্ড সম্পর্কে গুগল কোনও অফিসিয়াল কনফার্মেশন দেয়নি।

গুগল কার্ড সম্পর্কিত কয়েকটি বিবরণ ও কিছু তথ্য উল্লেখ করে একটি প্রতিবেদনে কার্ডটি এবং অ্যাপ্লিকেশন ইন্টারফেসটি কয়েকটি সংস্থা শেয়ার করেছে।

কার্ডের চিত্রটিতে একটি ভিসা চিপ দেখা যায় এবং আশা করা হচ্ছে যে গুগলও মাস্টারকার্ডের মতো করেই কার্ডটি ডিজাইন করবে।

প্রতিবেদনে বলা হয়েছে যে কার্ডটিতে পার্টনার ব্যাংকের নামের সাথে গুগল ব্র্যান্ডিং থাকবে।

গুগল পে এর সাথে এই কার্ড যদি গুগল ইন্টিগ্রেট করে দেয় । তাহলে গুগল পে একাউন্ট থেকেও সরাসরি এটিএম এর সাহায্যে টাকা লেনদেনও করতে পারবেন ইউজাররা ।

যা নানান দিক থেকে তাদের সুবিধা প্রদান করবে !

শ্রেষ্ঠটেক পাঠক বন্ধুদের আবারও জানিয়ে রাখতে চায় যে গুগলের কাছ থেকে কোনো অফিসিয়াল নিউজ কিন্তু পাওয়া যায়নি।