মাত্র কিছুদিন আগেই বলা হয়েছিল হোয়াটসঅ্যাপে অ্যাড আসবে । কিন্তু তারপর সেই প্ল্যান বাদ দেয় ফেসবুক !
গত জানুয়ারি মাসে এই বিষয়ে যখন হোয়াটসঅ্যাপ ঘোষণা করেছিল তখন বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপ ইউজাররা হতাশ হয়ে পড়েছিলেন।
সেই প্লান বাদ দেওয়াতে স্বভাবতই খুশি হয়েছিলেন সবাই ।
এবার হোয়াটসঅ্যাপ একটু অন্যরকম চিন্তা করছে ।
এবার তারা প্ল্যান করছে তাদের সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোকে ইন্টিগ্রেট করে দেওয়ার ।
আর তার পরই তারা অ্যাড নিয়ে আসবে । এবং এই বিষয়ে যাবতীয় প্রস্তুতিও তারা শুরু করে দিয়েছে বলে মনে করা হচ্ছে।
হোয়াটসঅ্যাপের এই অ্যাড ফ্রি এক্সপীড়িয়েনসই সবার পছন্দ।
তাই হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তাও এতটাই বেশি।
কিন্তু অ্যাড দেওয়া শুরু হবে জনপ্রিয়তা কতটা বজায় থাকবে সেটাই এখন দেখার।