বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না ফেসবুক এর ।
আবার লিক হয়ে গেল লক্ষ লক্ষ ফেসবুক ইউজারদের তথ্য ।
এই বিষয়ে বিস্তারিত জানিয়েছে এক সাইবার সিকিউরিটি কোম্পানি যার নাম সোফস।
তারা পর্যবেক্ষণ করে দেখেছেন যে 267 মিলিয়ন ফেসবুক ইউজারের প্রোফাইলের যাবতীয় তথ্য বিক্রি করা হচ্ছে ডার্ক ওয়েবে !
তার মধ্যে রয়েছে তাদের ইউজার আইডি, ফুল নেম, ইমেইল এড্রেস থেকে শুরু করে ফোন নাম্বার এবং ব্যক্তিগত কিছু তথ্য !
আরও জানুন : হোয়াটসঅ্যাপে আসবে অ্যাড আর বেশি দেরি নেই ! সাথে রয়েছে তাদের অভিনব প্ল্যান !
যা বিশ্বজুড়ে ফেসবুক ইউজারদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে ।
যদিও বলা হচ্ছে এখানে কোনো রকম পাসওয়ার্ড শেয়ার করা হয়নি বা কোন রকম পাসওয়ার্ড বিক্রি করা হয়নি ।
তবুও বারবার ফেসবুকের এই সমস্যা রীতিমতো দুশ্চিন্তার বিষয় সবার কাছেই।