ভারতে অত্যধিক সাফল্যের পর এবার বিশ্ব জুড়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে YouTube Shorts কে

youtube shorts bangla shresthotech

গত বছরই প্রথম ভারতে লঞ্চ করে দেওয়া হয়েছিল ইউটিউব শর্টস(YouTube Shorts) কে। পরবর্তীকালে বিশ্বের আরো 26 টি দেশে লঞ্চ করে দেওয়া হয় এই টিকটকের কম্পিটিটরকে। আর এবার গুগলের টিকটক কম্পিটিটর ইউটিউব শর্টস সারাবিশ্বের জন্য রোল আউট করা শুরু করে দিয়েছে ইউটিউব।

ভারতে টিকটক ব্যান হয়ে যাবার পরই টিকটকের মত একই ফিচারযুক্ত ইউটিউব শর্টস লঞ্চ করে দেওয়া হয়েছিল এদেশে। তারপর তার জনপ্রিয়তা ক্রমশ বাড়তেই থাকে। টিকটক ইউজারাও দ্রুত শিফট করতে থাকে এই ইউটিউব শর্টস প্লাটফর্মে। এবং উপভোগ করতে থাকে টিকটকের মতই সমান ফিচারস গুলো। এমনকি এর থেকে টাকা ইনকাম করতে সুবিধা করে দেওয়ায় জন্য আনা হয়েছিল YouTube Shorts Fund কেও।

পরবর্তীকালে এর জনপ্রিয়তা বিবেচনা করেই এবার সারা বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া হচ্ছে এই ইউটিউব শর্টস প্ল্যাটফর্মকে। দ্য ভার্জে(The Verge)-র তরফ থেকে এক রিপোর্ট প্রকাশ পেয়েছে। যেখানে আমরা জানতে পারছি বিশ্বের 100 টিরও বেশি দেশে যেখানে ইউটিউব অ্যাপ্লিকেশন এভেলেবেল রয়েছে সেখানে এবার ইউটিউব শর্টস কেউ পৌঁছে দেওয়া হবে। এবং এর কাজ ইতিমধ্যে শুরু করে দেয়া হয়েছে গুগলের তরফ থেকে।  

জেনেনিন : Twitter বন্ধ করে দিল Fleets, আর পাওয়া যাবেনা Instagram Story-র এই Clone ফিচারটিকে

প্রসঙ্গত উল্লেখ্য, ইউটিউব শর্টস এমন একটি প্লাটফর্ম যেখানে আমরা শর্ট ভিডিও তৈরি করে পোস্ট করতে পারি। সেই ভিডিও গুলো হয় 60 সেকেন্ডের মাত্র। অ্যান্ড্রয়েড এবং আইওএস দুটো প্লাটফর্মেই আপনি ইউটিউব শর্টস ব্যবহার করতে পারবেন। 

নিঃস্বন্দেহে এর জনপ্রিয়তা ক্রমশ বেড়েই চলেছে। সারা বিশ্বের দরবারে এই এপ্লিকেশন পৌঁছে গেলে এর জনপ্রিয়তা আকাশচুম্বী যাবে সেটাই মনে করা হচ্ছে। আর এদিকে টিকটকও চেষ্টা করে যাচ্ছে ইউটিউব এর মত প্ল্যাটফর্মের সাথে কম্পিট করতে। আর সেজন্যই তারা লং ভিডিও ফরম্যাট নিয়ে আসছে তাদের প্লাটফর্মে। তাই এই দুটো প্ল্যাটফর্ম এর মধ্যে টক্কর অবশ্যম্ভাবী। এবার দেখা যাক কে এই টক্করে টিকে থাকতে পারে।