Bluetooth SIG Certification পেয়ে গেল OPPO A16 স্মার্টফোন, লঞ্চ হতে পারে অতি শীঘ্রই, উঠে এল ফিচারসসহ নানান তথ্য

OPPO A16 ShresthoTech

আগামীকালই লঞ্চ করে দেওয়া হয়েছে OPPO Reno 6 এবং OPPO Reno 6 Pro 5G স্মার্টফোন দুটি। যে দুটি সম্পর্কে আমরা আগেই জানিয়েছিলাম। এবার জানা গেল OPPO আরও এক স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এটি OPPO A16। ইতিমধ্যেই SIG Certification যাবতীয় স্তর অতিক্রম করল OPPO A16 স্মার্টফোনটি। লঞ্চ হতে পারে অতি শীঘ্রই। জানা গেল বেশকিছু স্পেসিফিকেশন।

কেমন হতে পারে OPPO A16 স্পেসিফিকেশন?

FCC Certification-র বক্তব্য অনুযায়ী স্মার্টফোনটির মধ্যে থাকতে পারে HD+ Pixel Resolution যুক্ত 6.5-inch সম্পন্ন IPS LCD Display। বর্তমান সময়ে স্মার্টফোনের ক্যামেরা বেশ নজর কেড়ে চলেছে গ্রাহকদের। ক্যামেরা হিসেবে উপস্থিত থাকতে পারে Triple-Camera Setup। সিকিউরিটি সিস্টেম হিসাবে থাকতে পারে Side-Mounted Fingerprint Sensor। এছাড়াও 5000mAh Battery সাথে রয়েছে 10W Charging Support সুবিধা। 

জেনেনিন : Twitter বন্ধ করে দিল Fleets, আর পাওয়া যাবেনা Instagram Story-র এই Clone ফিচারটিকে

Bluetooth SIG Certification-এর মধ্যে একই সঙ্গে বলা হয়েছে, স্মার্টফোনের মধ্যে Processor হিসাবে থাকতে পারে Helio G35। স্মার্টফোনটি 4GB RAM সম্পন্ন হতে চলেছে। আর Android 11 ওপর ভিত্তি করে প্রস্তুত। এরই সাথে ইনক্লুড রয়েছে Bluetooth v5.1 সিস্টেম।

জানা গেছে, স্মার্টফোনের কালার ভেরিয়েন্ট হিসাবে থাকতে পারে Black, White, Beige এবং Blue Colour। স্মার্টফোনের দাম কত হবে সে ব্যাপারে এখনো কোনো তথ্য পাওয়া সম্ভব হয়নি। ভারতের বাজারে স্মার্টফোনটি কবে উপলব্ধ হবে সে তথ্য এখনও অন্ধকারে আচ্ছন্ন। তবে মনে করা হচ্ছে হয়তো খুব শীঘ্রই এই স্মার্টফোনটি বিষয়ে যাবতীয় তথ্য জানতে পারবো আমরা।