গত বছরই টুইটার(Twitter) লঞ্চ করে দিয়েছিল Twitter Fleets কে। যেখানে একটা নির্দিষ্ট সময় পর টুইটারে আপনার পোস্ট করা ফ্লিটস আপডেট অটোমেটিক ডিলিট হয়ে যেত। ঠিক ইনস্টাগ্রামের স্টোরি(Instagram Story)-র মতোই। এবার এই ফিচারকেই শাটডাউন করে দিল টুইটার।
Twitter বন্ধ করে দিল Fleets
মাত্র 8 মাস আগেই Twitter লঞ্চ করেছিল Fleets কে। যেটা ছিল প্রকৃতপক্ষে ইনস্টাগ্রামের স্টোরি ফিচারের পুরোপুরি ক্লোন। এখানে Fleet পোস্ট করার 24 ঘন্টা পরই সেই স্টোরি অটোমেটিক অদৃশ্য হয়ে যেত। এবার এই Fleet কেই বন্ধ করতে চলেছে Twitter।
আর এর কারণটা শুনলেও আপনি অবাক হয়ে যাবেন। টুইটার জানাচ্ছে তারা এইফিচারটিকে শাটডাউন করছে তার কারণ একটাই- লো ইউসেজ। অর্থাৎ যেমনটা আশা করা হয়েছিল টুইটার ইউজাররা এই ফিচারকে খুব সুন্দরভাবে গ্রহণ করবেন। সেই ব্যাপারটা ঘটেনি। অত্যধিক রকম কম ব্যবহার করা হয়েছে এই Fleet ফিচারকে। আশা করা হয়েছিল এর মাধ্যমে আরও ইউজাররা কনভার্সেশনে এনগেজ হবেন।
জেনেনিন : অল্প দামে দারুন গেমিং হেডফোন boAt Immortal 1000D Headphones নিয়ে এল boAt, গেমারদের জন্য খুশির খবর
কিন্তু সেই ব্যাপারটা সম্ভব হয়নি। সম্পূর্ণ অসফল হয়ে গেছে সেই প্রচেষ্টা। এমনকি গত মাসেই তারা এই Fleets এর মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট ইন্ট্রোডিউস করেছিল। তারপরও বন্ধ করে দিতে হচ্ছে তাদের এই ফিচারটি কে।
তবে টুইটার তাদের এই ইনস্টাগ্রম স্টরি ক্লোন ফিচারটি কে বন্ধ করে দিলেও তাদের মধ্যে নতুন ফিচারের অভাব নেই। টুইটার স্পেস(Twitter Space) এসেছে। যেটা প্রকৃতপক্ষে ক্লাবহাউস(ClubHouse)-এর একটা ক্লোন ভার্শন। যেটাকে অডিও বেসড ইন্টারেকশন বলা হচ্ছে টুইটার এর পক্ষ থেকে।
এছাড়াও আরও অনেক নতুন ফিচারস আসতে চলেছে টুইটার এর মধ্যে। তাই আপনি যদি টুইটার Fleets ব্যবহার করতেন হতাশ হওয়ার কিছু নেই। আরও নতুন ফিচার রয়েছে আপনার জন্য।