অ্যান্ড্রয়েড স্মার্টফোনের গুগল সার্চে গত বছরই লঞ্চ করে দেওয়া ছিল Dark Theme কে। এবার গুগল ওয়েব সার্চ ডেস্কটপের জন্যেও ডার্ক মোড নিয়ে আসা শুরু করে দিয়েছে গুগল। ইতিমধ্যেই এই ফিচার রোল আউট শুরু হয়ে গেছে। আপনি যদি ডেক্সটপে গুগল সার্চ ব্যবহার করেন তাহলে এবার থেকে সেখানেও ডার্ক মোড কে ব্যবহার করতে পারবেন।
এই বিষয়ে বিস্তারিত জানিয়ে ম্যাট নাভারা প্রথম টুইট করেন। তার টুইটে দেখা যাচ্ছে যে গুগল সার্চের মধ্যে তাকে “Dark theme is now available” নামে একটি নোটিফিকেশন দেওয়া হয়েছে। এই নোটিফিকেশনের সাথে দুটো অপশন রয়েছে No Thanks এবং Turn on। আপনি যদি চান এই ডার্ক থিমকে এনেবেল করতে আপনার গুগল-সার্চে তাহলে Turn on অপশনটিকে সিলেক্ট করতে হবে।
এর পরে কেমন এক্সপিরিয়েন্স হয় গুগল সার্চে সেটাও শেয়ার করেছেন তিনি। তার করা টুইটগুলো দেখে নিন-
কিভাবে Dark Theme এনেবেল করবেন?
এখনো পর্যন্ত আলাদা কোনো রকম সেটিংস আসেনি এই Dark Theme এনেবেল করার। গুগল সদ্য সদ্য roll-out করা শুরু করেছে এই নতুন ফিচারটি কে। আপনি যদি ডেস্কটপে গুগল সার্চ ব্যবহার করেন তাহলে আপনার কাছেও এই ডার্ক থিমটি এভেলেবেল করে দেওয়া হবে শীঘ্রই। আপনাকে এইরকমই নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
ইতিমধ্যে এই ফিচারটি কে উইন্ডোজ টেন এবং ম্যাক ওএস যুক্ত ডিভাইস গুলোর মধ্যে রোল আউট করা শুরু করে দেওয়া হয়েছে গুগোল এর তরফ থেকে। খুব সম্ভাবনা আপনিও খুব শীঘ্রই এটি পেয়ে যাবেন। নিঃসন্দেহে অনেক ক্ষেত্রেই আমাদের চোখের উপর চাপ কমাতে সাহায্য করে এই ডার্ক থিম। ইন্টারনেট একসেস কে অনেকটাই এনজয়েবেল করে দেয় এই ফিচার।
আপনার কাছে এরকম নোটিফিকেশন এলে আপনি তো সেখান থেকেই এটি এনেবেল করতে পারবেনই। তাছাড়াও আপনি সেটিংস অপশনে গিয়ে তারপর সার্চ সেটিংস অপশনে যান। তারপর পেয়ে যাবেন অ্যাপিয়ারেন্স অপশন। সেখানেই ডার্ক থিম এনেবেল করার অপশন পেয়ে যাবেন। সেখানে তাহলে আর দেরি কেন? আপনি যদি ডার্ক থিমের ভক্ত হন নিঃসন্দেহে এটা আপনার জন্য দারুন খবর। এখনই চেক করে দেখুন গুগল সার্চ ডেক্সটপে। আপনিও পেয়েছেন কিনা দেখেনিন।
সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook-এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।