লঞ্চ হয়ে গেল Redmi Note 10S, দেখে নেওয়া যাক এর সম্পূর্ণ স্পেসিফিকেশনস, দাম ও সেল ডেট

অবশেষে লঞ্চ হয়ে গেল Redmi Note 10S স্মার্টফোনটি। 5000mAh ব্যাটারি যুক্ত এই স্মার্টফোনে আপনি পেয়ে যাবেন MediaTek Helio G95 প্রসেসর। থাকছে Quad Camera সেটআপ। চলুন দেখে নেওয়া যাক এই স্মার্টফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশনস, দাম ও সেল ডেট সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিত ভাবে। Redmi Note 10S এর সাথে আজ লঞ্চ হয়ে গেছে Redmi Watch!

Redmi Note 10S এর স্পেসিফিকেশনস

রেডমির এই স্মার্টফোনের মধ্যে আপনি পেয়ে যাবেন 6.43 ইঞ্চির FHD+ এমোলেড ডিসপ্লে। থাকছে Gorilla Glass 3 এর প্রোটেকশন। ক্যামেরার কথা বলতে গেলেই স্মার্টফোনে আপনি পেয়ে যাবেন Quad ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি সেন্সর 64 মেগাপিক্সেলের। তার সাথে 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেফথ সেন্সর পেয়ে যাবেন। থাকছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। 

6GB-64GB এবং 6GB-128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে এই স্মার্টফোনটি এভেলেবেল রয়েছে। এর মধ্যে আপনি পেয়ে যাবেন 5000mAh ব্যাটারি। এই ফোনটি 33W এর ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির কথা বলতে গেলে এই স্মার্টফোনে পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর অবশ্যই ফেসিয়াল রিকগনিশন এর ব্যবস্থা থাকছেই।

জেনে নিন : Krafton-এর তরফ থেকে গেমিং ইউটিউবারদের করা হচ্ছে এই বিশেষ অনুরোধ, এটা Battlegrounds Mobile India-র জন্য ক্ষতিকর হয়ে যেতে পারে

এটি IP53 ডাস্ট এবং ওয়াটার রেসিস্টেন্ট। স্টেরিও স্পিকার পেয়ে যাবেন। এছাড়াও 3.5mm হেডফোন জ্যাক থাকছে। তার সাথে IR Blaster থাকছে। তিনটে কালার ভ্যারিয়েন্টে এই স্মার্টফোন পাবেন। সেগুলি হল- Ocean Blue, Onyx Gray এবং Pebble White। 

Redmi Note 10S স্মার্টফোনটির দাম-

আগেই জানিয়েছি দুটি ভ্যারিয়েন্টে এই Redmi Note 10S পেয়ে যাবেন- 6GB-64GB এবং তার সাথে 6GB-128GB। 6GB-64GB দাম রাখা হয়েছে 14,999 টাকা এবং 6GB-128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 15,999 টাকা। 

কবে থেকে শুরু হচ্ছে সেল, কোথায় কিনতে পারবেন? 

এই স্মার্টফোনের সেল শুরু হচ্ছে মে মাসের 18 তারিখ দুপুর ঠিক বারোটায়। কিনতে পাওয়া যাবে মি অফিসিয়াল ওয়েবসাইট, অ্যামাজন আর মি এর অফিশিয়াল অফলাইন স্টোরেতে। 

Redmi Note 10S

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook-এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।