Redmi Note10S এর সাথে লঞ্চ হল Redmi ব্রান্ডের প্রথম স্মার্টওয়াচ Redmi Watch, দেখেনিন এর স্পেসিফিকেশনস, দাম ও সেল ডেট

redmi watch price specifications and sale date bangla bengali

আজকের লঞ্চ ইভেন্টে Redmi Note 10S স্মার্টফোনের সাথে ভারতের বাজারে Redmi লঞ্চ করে দিয়েছে তাদের রেডমি ব্রান্ডের প্রথম Smart Watch। যার নাম তারা দিয়েছিল Redmi Watch। এর মধ্যে দারুন সমস্ত স্পেসিফিকেশনস রয়েছে। অনেক Sports Mode রয়েছে। আছে হার্টবিট মনিটর ও আরো ইন্টারেস্টিং স্পেসিফিকেশনস।

Redmi Watch এর স্পেসিফিকেশনস

Redmi Watch এর মধ্যে পেয়ে যাবেন 1.4 ইঞ্চির TFT LCD ডিসপ্লে। যার মধ্যে 2.5 D কার্ভড গ্লাস দেওয়া রয়েছে। এর রেজুলেশন হল 320×320 পিক্সেলস। শুধুমাত্র তাই নয়। রেডমি ক্লেইম করছে এই স্মার্টওয়াচের পিক ব্রাইটনেস 350 nits। এর মধ্যে GPS ও GLONASS এর সাপোর্ট পাবেন। যেগুলো আপনাকে আকিউরেট ট্র্যাকিংয়ের সুবিধা দেবে। 200 টি watch face থাকবে। তার সাথে water-resistant এই স্মার্টওয়াচ। 

এর মধ্যে প্রয়োজনীয় সেন্সর গুলো পেয়ে যাবেন। এর মধ্যে থাকবে ব্লুটুথ 5.0 সাপোর্ট। এছাড়াও 11 টি Sports Mode সাপোর্ট করে এই স্মার্টওয়াচটি। যার মধ্যে সাইক্লিং, সুইমিং, হাইকিং, রানিং, ওয়াকিং, ক্রিকেট ইত্যাদি রয়েইছে। 

আপনার স্বাস্থ্য সম্পর্কে অনেক খুঁটিনাটি তথ্য আপনাকে জানাতে সাহায্য করবে এই স্মার্টওয়াচটি। পেয়ে যাবেন 24×7 Heart Rate Tracking সুবিধা। Sleep Tacking এর সুবিধা থাকছে। এয়ার প্রেসার ডিটেকশন এর সুবিধা পাবেন এবং তার সাথে পেয়ে যাবেন Guided Breathing এর সুবিধাও। যেটা আমরা Mi Smart Band 5 এও পেয়েছিলাম।

জেনে নিন : কবে Launch হবে Battlegrounds Mobile India? লঞ্চ ডেট নিয়ে দেওয়া হল গুরুত্বপূর্ণ হিন্টস

Redmi জানাচ্ছে এর ব্যাটারি লাইফ 10 দিন পর্যন্ত থাকবে একবার ফুল চার্জ দিলে। আর মাত্র দু ঘন্টার মধ্যেই এই স্মার্টওয়াচ ফুল চার্জ হয়ে যাবে। তিনটি Watch Face কালার আপনি পেয়ে যাবেন। সেগুলি হল- Black, Blue এবং Ivory। আর এই ওয়াচ স্ট্রাপ গুলোর মধ্যে Ivory, Black, Blue এবং Olive কালার পেয়ে যাবেন।

Redmi Watch এর দাম ও সেল ডেট

রেডমি স্মার্ট ওয়াচ এর দাম রাখা হয়েছে 3,999 টাকা। এটি অফিশিয়ালি পাওয়া যাবে মি ইন্ডিয়া অফিসিয়াল স্টোর থেকে। সাথে মি অফলাইন স্টোর্স এবং ফ্লিপকার্ট থেকে। প্রথম সেল হচ্ছে May মাসের 25 তারিখ। সেল শুরু হবে দুপুর ঠিক 12 টায়। 

ভারতের বাজারে স্মার্টওয়াচের অভাব নেই। Realme Watch রয়েছে এবং তার সাথে Amazfit এর স্মার্টওয়াচ রয়েছে। এরই মধ্যে Redmi Watch কতটা কম্পিটিশন দিতে পারে সেটাই দেখার। 

Redmi Watch – Wear Your Vibe!

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook-এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।