Krafton-এর তরফ থেকে গেমিং ইউটিউবারদের করা হচ্ছে এই বিশেষ অনুরোধ, এটা Battlegrounds Mobile India-র জন্য ক্ষতিকর হয়ে যেতে পারে

krafton sends messages to gaming youtubers with special request about battlegrounds mobile india

অপেক্ষা ছিল বহুদিনের। মনে করা হচ্ছে অবশেষে হতে চলেছে সেই অপেক্ষার অবসান। ইতিমধ্যে কারোরই অজানা নয় যে PUBG Mobile আবার ভারতে ফিরে আসতে চলেছে। তবে এবার PUBG Mobile নামে নয়। আসছে Battlegrounds Mobile India নামে।

ইতিমধ্যে Krafton এর তরফ থেকে এবার এক হতবাক করে দেওয়া ব্যাপার ঘটে গেছে। IGN India থেকে উদ্ধৃত এক তথ্য অনুযায়ী গেমিং ইউটিউবারদের মেসেজ পাঠিয়েছে Krafton এর তরফ থেকে বিশেষ এক অনুরোধ করা হচ্ছে। 

Krafton কি অনুরোধ করছে ইউটিউবারদের?

তাদেরকে বারবার অনুরোধ করা হচ্ছে PUBG-র সাথে এই Battlegrounds Mobile India কে তুলনা না করতে। ব্যাটেল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়ার কথা বলতে গিয়ে PUBG Mobile-এর বিকল্প এই কথা তুলে না নিয়ে আসতে। 

তারই সাথে এই গেমকে নতুন নামে অর্থাৎ Battlegrounds Mobile India নামে। অথবা কোরিয়ান গেম বা ইন্ডিয়ান ভার্সন এই ধরণের শব্দ ব্যবহার করতে। কারণটা নিশ্চয়ই আপনার অজানা নেই। গতবছর চীনের সাথে সংযোগ থাকার জন্য এক ঝাঁক চীনা অ্যাপ্লিকেশন এর সাথে পাবজি মোবাইল কে ব্যান করে দেওয়া হয়েছিল। 

তারপর থেকে এই জনপ্রিয় মোবাইল গেম অনেক বার ফিরে আসতে চেষ্টা করেছে। কিন্তু তারা ভারতের বাজারে ফিরে আসার অনুমতি পায়নি। তাই এবার ব্যান হয়ে যাওয়া PUBG অন্য নামে আসতে চলেছে এই মুহূর্তে যদি এটি ছড়িয়ে যায়। তাহলে Krafton এর এই প্ল্যানও ব্যর্থ হয়ে যেতে পারে। 

জেনে নিন : কোভিড‌ ‌ভ্যাক্সিনেশন‌ ‌স্লট‌ ‌ফাঁকা‌ ‌আছে‌ ‌কিনা‌ ‌এলার্ট‌ ‌দিয়ে‌ ‌জানিয়ে‌ ‌দেবে‌ ‌Paytm,‌ ‌জেনেনিন‌ ‌কিভাবে‌ ব্যবহার‌ ‌করবেন‌ ‌এই‌ ‌নতুন‌ ‌সুবিধা‌

তাই এবার সমস্ত দিক বিবেচনা করে কোনো রকম ভুল করতে চাইছে না তারা। মনে করে হচ্ছে এই জন্যই গেমিং ইউটিউবারদের এই বিশেষ অনুরোধ করা হচ্ছে। এদিকে আবার কবে এই গেম আসছে সেই বিষয়েও হিন্ট দিয়ে দেওয়া হয়েছে Krafton-এর তরফ থেকে। সমস্ত কিছু মিলিয়ে এই গেম নিয়ে জোর চর্চা চলছে এখন সোশ্যাল মিডিয়াতে। সমস্ত বাধা কাটিয়ে কবে এই গেম ফিরে আসে সেটাই এখন সবার অপেক্ষা।

BATTLEGROUNDS MOBILE INDIA – Logo Reveal

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook-এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।