Frank Kamney কে Google Doodle এর মাধ্যমে শ্রদ্ধা জানাচ্ছে গুগল, জেনে নিন আজকের গুগল ডুডল সম্পর্কে বিস্তারিত

google doodle celebrates american gay rights activist dr frank kamney

বিশ্বজুড়ে শুরু হয়ে গেছে June মাস। আর এর সাথে সাথেই বিশ্বজুড়ে শুরু হয়ে গেছে প্রাইড মান্থ (Pride Month) এর সেলিব্রেশন। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে আজকে গুগল চেঞ্জ করে দিয়েছে তাদের ডুডল কে। 

তারা ডুডলে রেখেছেন Dr Frank Kamney কে। যিনি একজন আমেরিকান গে রাইটস অ্যাক্টিভিস্ট (American Gay Rights Activist)। চলুন জেনে নেওয়া যাক আজকের গুগল ডুডল (Google Doodle) সম্পর্কে। 

কি গুরুত্ব আজকের গুগল ডুডলের?

গুগল ডুডল (Google Doodle) সম্পর্কে আমরা সকলেই পরিচিত। বিশেষ কোন দিন বা বিশেষ কোনো ঘটনাকে স্মরণীয় করে রাখতে গুগল তাদের অফিশিয়াল হোম পেজের লোগোতে সেই বিশেষ বিষয়টিকে প্রতিফলন করে। আর সেইদিনটিকে সেলিব্রেট করে। এই ভাবেই আজকে গুগল তাদের ডুডলে নিয়ে এসেছে Dr Frank Kamney কে। 

তিনি একজন ওয়ার ভেটেরান। যিনি দ্বিতীয় বিশ্ব যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তিনি একজন আমেরিকান অ্যাস্ট্রোনমার আর সর্বোপরি একজন গে রাইটস অ্যাক্টিভিস্ট। আজকের গুগল ডুডল তাকে আমরা দেখতে পাচ্ছি নানান রঙের এক মালা পরিধান করে থাকতে। তাঁর সম্মুখে স্মিত হাসি। 

নিউ ইয়র্কের কুইন্সে তিনি 1925 সালের May মাসের 21 তারিখে জন্মগ্রহণ করেন। ছোট থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। মাত্র 15 বছর বয়সে তিনি কুইন্স কলেজে যান ফিজিকস পড়তে। হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে তিনি অ্যাস্ট্রোলজিতে ডক্টরেট পেয়েছিলেন। এবং আর্মি ম্যাপ সার্ভিসে জয়েন করেছিলেন তিনি। পরবর্তীকালে তাকে সেই চাকরি হারাতে হয়। সরকার থেকে LGBTQ কমিউনিটির কোন সদস্যকে এই চাকরিতে রাখা হয়নি। 

জেনে নিন : এবার আমাদের প্রতিবেশী দেশেও ব্যান হতে চলেছে PUBG ও Free Fire

আর এখান থেকেই হয় আসল ঘটনার সূত্রপাত। তিনি সরকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন। 1961 সালে তার করা এই আইনি পদক্ষেপই ছিল US এর সুপ্রিম কোর্টে করা প্রথম গে রাইটস আপিল (Gay Rights Appeal)। সেখানে প্রত্যাখ্যাত হলে শুরু হয় তার জীবনজুড়ে লড়াই।

আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন হোমোসেক্সুয়ালিটিকে মেন্টাল ডিসঅর্ডার বলে বিবেচনা করত তৎকালীন সময়ে। তাদের সেই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন তিনি। অবশেষে 1975 সালে Civil Service Commission তাদের LGBTQ এমপ্লয়ীদের ওপর থেকে ব্যান তুলে নেন। 2009 সালে, তার চাকরি থেকে বরখাস্ত হওয়ার 50 বছর পর, US গভর্মেন্ট তার কাছে ফর্মালি ক্ষমা চেয়ে নেন। 

তার প্রতি শ্রদ্ধা জানিয়েই আজকের গুগল ডুডল টি তৈরি। আজকের গুগল সার্চে গিয়ে Frank Kamney লিখে সার্চ করলেই উপর থেকে রঙিন কাগজের টুকরো ঝরে পড়তে দেখব আমরা। 2011 সালের 11 October 86 বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।