এবার আমাদের প্রতিবেশী দেশেও ব্যান হতে চলেছে PUBG ও Free Fire

after india this neighboring country is going to ban pubg and also free fire

গতবছরে ভারতে ব্যান করে দেওয়া হয়েছিল পাবজি মোবাইল (PUBG Mobile) কে। তারি সাথে বেশকিছু চিনা অ্যাপ্লিকেশন কেও ব্যান করে দেওয়া হয়েছিল। এবার আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশেও ব্যান করে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে পাবজি (PUBG) এবং ফ্রী ফায়ার (Free Fire) এই দুটি জনপ্রিয় মোবাইল গেম কে। 

সম্পূর্ণ ঘটনাটা কি?

এ কথা বলার প্রয়োজন হয় না পাবজি (PUBG) এবং ফ্রী ফায়ার (Free Fire) অত্যধিক জনপ্রিয় সকলের কাছেই। এমনকি বর্তমানে এই গেমগুলির জনপ্রিয়তা লাগামছাড়া। আর এইখানেই হয়েছে সমস্যার সূত্রপাত। দেশের যুবসমাজ সারাক্ষণ বুঁদ হয়ে রয়েছে এই মোবাইল গেম গুলিতে। যেটা ভাবাচ্ছে দেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের। 

আর সেই জন্য বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন, মিনিস্ট্রি অফ হমে আফেয়ারস এবং মিনিস্ট্রি অফ এডুকেশন এক সিদ্ধান্তে উপনীত হতে চলেছেন। তারা ঠিক করেছেন যে দেশের বাজারে পাবজি এবং ফ্রী ফায়ার এর মত অত্যাধিক অ্যাডিকটিভ গেমগুলোকে ব্যান করে দেওয়া উচিত। সেই মর্মে তারা এগিয়েও গেছেন অনেকটাই।

বলা হচ্ছে এই বিষয়ে বাংলাদেশের মোবাইল ফোন ইউজার অ্যাসোসিয়েশন উপযুক্ত পদক্ষেপ নিয়ে এই গেম কে ব্যান করে দেওয়ার ব্যাপারে সদিচ্ছা প্রকাশ করেছেন। তারা জানতে ভোলেননি যে এই ধরণের গেমগুলো ব্যান করে দিলেও অনেক সময়ই ভিপিএন (VPN) ব্যবহার করে এই Games খেলা যায়। 

জেনে নিন : আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করছে কিনা কিভাবে চেক করবেন? অবশ্যই জেনে রাখুন

বাংলাদেশের সরকারের তরফ থেকে বলা হয়েছে ভিপিএন সহযোগেও যেন এই গেমটা খেলা না যায় সেদিকে তারা ভালো রকম ভাবে নজর দেবেন। অর্থাৎ ভারতের পথ অনুসরণ করে দেশের যুব সমাজকে সঠিক পথে ফিরিয়ে আনতে এবার কোমর বেঁধে নেমেছেন বাংলাদেশ কর্তৃপক্ষ। এই ব্যান এখনো নিশ্চিত ভাবেই হচ্ছে সেটা বলা না গেলেও সমস্ত রকম পথঘাট দেখেই বাংলাদেশ সরকার এবার এই দুটো জনপ্রিয় মোবাইল গেম কে ব্যান করার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। 

প্রসঙ্গত উল্লেখ্য,  ভারতে পাবজি মোবাইল ব্যান হওয়ার পর সেই একই গেম এবার Battlegrounds Mobile India নামে ফিরে আসতে চলেছে। ইতিমধ্যেই গেমের pre-registration শুরু হয়ে গেছে। ভারত ছাড়াও ইতিমধ্যে বিশ্বের বেশ কয়েকটি দেশে পাবজি মোবাইল কে ব্যান করে দেওয়া হয়েছে। সেই লিস্টে পাকিস্তান, আফগানিস্তানের মতো দেশগুলো হয়েছে। এবার বাংলাদেশ সরকারও কি ব্যান করে দেবে এই গেমকে? সময় দেবে তার উত্তর।