কবে লঞ্চ হচ্ছে Mi Smart Band 6? দেখেনিন এর স্পেসিফিকেশন্স ও সম্ভাব্য দাম

mi smart band 6 india launch date specifications and expected price

বর্তমান সময়ে Smart Band এর ব্যবহার খুবই জনপ্রিয় আকার ধারণ করেছে। ভারতের বাজারে একের পর এক অসাধারণ সমস্ত স্মার্টব্যান্ড নিয়ে হাজির হয়েছে বিভিন্ন সংস্থা। আমরা এর আগে Mi Smart Band 5 এর ফিচারস ব্যাপক ভাবে উপভোগ করেছি। সম্প্রতি আরো এক অসাধারণ স্মার্টব্যান্ড আমাদের উপহার দিতে চলেছে Xiaomi।

ইতিমধ্যেই China তে লঞ্চ হয়ে গিয়েছে Mi Band 6। মনে করা হচ্ছে আমাদের দেশেও এটি কিছুদিনের মধ্যেই লঞ্চ হতে পারে। সদ্য প্রকাশিত Mi Smart Band 6 এর বেশকিছু স্পেসিফিকেশন Xiaomi সূত্র মারফত জানা গেছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক Mi Smart Band 6 এর স্পেসিফিকেশন!

Mi Smart Band 6 এর স্পেসিফিকেশনস

Mi Smart Band 6 এ রয়েছে 1.56-inch AMOLED touchscreen display এবং এর screen resolution 152 x 486 pixels। একই সাথে এটিতে পাবেন 50 মিটার পর্যন্ত waterproof সেফটি প্রটেকেশন।

এর ব্যাটারির কথা বলতে গেলে এটিতে আপনি পেয়ে যাবেন 125mAh ব্যাটারি, যেটি কোম্পানির তরফ থেকে দাবি করা হচ্ছে 14 দিন পর্যন্ত ব্যাটারি লাইফ প্রদান করবে। এই স্মার্টব্যান্ডটি ফুল চার্জ হতে সময় লাগে মাত্র 2 ঘন্টা।

এটিতে রয়েছে Low power-consumption 3-axis accelerometer এবং 3-axis gyroscope PPG হার্ট রেট সেন্সর। এটি Bluetooth 5.0. সাপোর্টেড।

এছাড়াও এই স্মার্টব্যান্ড পেয়ে যাবেন 30 fitness modes যেখানে রয়েছে Treadmill, Freestyle, Outdoor running, Cycling, Walking, Pool swimming, Rowing machine, Elliptical, Indoor cycling, Yoga, Jump rope, Dance, Indoor fitness, Gymnastics, HIIT, Core training, Stretching, Bowling, Badminton, Boxing, Stepper, Pilates, Basketball, Volleyball, Table tennis, Cricket, Ice skating, Kickboxing, Street dance, Zumba।

একই সাথে রয়েছে Message/Call Notification, App alerts, Calendar, Alarm, Clock, Stopwatch, Timer, Music control, Find my phone, Unlock phone এর মতো ইত্যাদি সু-সুবিধা। মাত্র 12.8 গ্রাম সম্পন্ন এই Smart Band টি Android 5.0 এবং iOS 10.0 ব্যাবহারকারী নির্ভাবনায় ব্যবহার করতে পারবেন।

জেনে নিন : Best Photo Editing Applications যা আপনার অবশ্যই ব্যবহার করা উচিত, অসাধারণ ফটো এডিটিং অ্যাপ্লিকেশন গুলি অবশ্যই জেনেনিন

Mi Smart Band 6 আপনি 2 টি ভেরিয়েন্টে পেয়ে যাবেন যেখানে base variant model এর দাম চিনা মুদ্রায় CNY 229 অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 2,500 টাকা এবং Mi Band 6 special edition NFC যার দাম চিনা মুদ্রায় CNY 279 অর্থাৎ ভারতীয় মুদ্রায় 3,000 টাকা।

বিভিন্ন Colour এ আপনি এই স্মার্টব্যান্ডটি লঞ্চ হয়েছে। যার মধ্যে রয়েছে Black, Blue, Brown, Green, Orange, Silver, White, এবং Yellow। 

কবে লঞ্চ হতে পারে Mi Band 6 ? 

Mi Smart Band 6 চিনা দেশে লঞ্চ হয়ে গেলেও আমাদের দেশে কবে আসছে তা নিয়ে এখনো পর্যন্ত Xiaomi তরফ থেকে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। তবে মনে করা হচ্ছে কিছুদিনের মধ্যেই আমাদের দেশে আসতে চলেছে Mi Smart Band 6। আর সমস্ত কিছু ঠিকঠাক থাকলে হয়তো Mi 11 Lite এর সাথেই এই স্মার্ট ব্যান্ডের লঞ্চ আমরা দেখতে পাবো। আর সেটা হতে পারে এই মাসেই। 

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook-এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।