Garena Free Fire Max আসছে এই সকল চমক নিয়ে! কোন ফোনে খেলা যাবে? জেনেনিন সমস্ত কিছু

Garena Free Fire Max Bangla
Garena Free Fire Max Launch is Imminent (Image : Garena Free Fire)

সকলকে চমকে দিয়েই মাত্র কিছুদিন আগেই Garena-র পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল তারা ফ্রী ফায়ার (Free Fire)-এর এক ম্যাক্স (Max) ভার্শন নিয়ে আসতে চলেছে। যার নাম তারা দিয়েছে ফ্রী ফায়ার ম্যাক্স (Free Fire Max)। এবং খুব শীঘ্রই আসতে চলেছে এই নতুন ভার্সন। গ্লোবালি লঞ্চ করা হবে এই মাসের 28 তারিখ। অর্থাৎ আর মাত্র কয়েকটা দিন বাকি। ইতিমধ্যেই এই সিক্যুয়েলের pre-registration শুরু হয়ে গেছে গুগল প্লে স্টোরে। সেখানে pre-registration করে নিতে পারবেন এই গরিনা ফ্রী ফায়ার ম্যাক্স এর। 

আপনি যদি এখনও পর্যন্ত pre-registration করে না থাকেন, এখনই গিয়ে pre-registration করে নিন। প্রি-রেজিস্ট্রেশন করলে এই গেম গ্লোবালি লঞ্চ হওয়ার পরই আপনি উপভোগ করতে পারবেন এবং তার জন্য আপনাকে স্পেশ্যাল রিওয়ার্ডসও দেওয়া হবে। যার মধ্যে থাকবে এক্সক্লুসিভ স্কীনস এবং আউটফিটস।  

Garena Free Fire Max-এর মধ্যে নতুনত্ব কি থাকবে?  

এবার সবার মনেই প্রশ্ন জাগতে ফ্রী ফায়ার এর তুলনায় ফ্রী ফায়ার ম্যাক্স এর মধ্যে কি নতুনত্ব থাকবে! তাহলে সেই বিষয়ে গরিনা জানাচ্ছে এটা সম্পূর্ণভাবে একটা সেপারেট অ্যাপ্লিকেশন হতে চলেছে। তবে ঠিক আগের ফ্রী ফায়ার এর মতই এই গেমের মধ্যে সমস্ত ফিচারস এবং বেনিফিটস থাকবে। তার সাথে অ্যাডিশনাল ফিচারস থাকবে একগুচ্ছ।

রয়েছে এনহান্সড গ্রাফিক্স এর সুবিধা। থাকবে আরো রিয়ালিস্টিক ম্যাপ এবং তার সাথে সমস্ত কিছু মিলিয়ে ওভারঅল গেমপ্লে এক্সপেরিয়েন্স ফ্রী ফায়ার এর তুলনায় অনেক গুণ বেশিই হবে এমনটাই জানাচ্ছে গরিনা। তার মধ্যে পাওয়া যাবে 360 ডিগ্রী লবির সুবিধা। যেটাকে কাস্টমাইজ করা যাবে খুব সহজেই। 

জেনেনিন : মহাকাশ ভ্রমণ করতে চান? থাকবে গরম গরম খাবারের ব্যবস্থা, অত্যাধুনিক টয়লেট ও ফ্রি ওয়াইফাই, ঘোষণা করলেন ইলন মাস্ক নিজেই

আপনি নিজেই নিজের ম্যাপ তৈরি করতে পারবেন সেখানে। এবং সমস্ত ম্যাপ যখন কমপ্লিট হয়ে যাবে সেটাকে সার্ভারে আপলোড করে দিতে পারবেন। যেটা একটা দুর্দান্ত ফিচার হতে চলেছে এই নতুন ফ্রী ফায়ার ম্যাক্স এর মধ্যে। এমনকি আপনি আপনার ফ্রী ফায়ার এর বন্ধুদের এই ফ্রী ফায়ার ম্যাক্স এর মধ্যে ইনভাইট করতে পারবেন। এবং আপনার নিজের তৈরি করা ম্যাপে খেলতে পারবেন একসাথে, উপভোগ করতে পারবেন এই নতুন গেম কে। এই ইনভাইটেশনের জন্য ব্যবহার করতে হবে Craftland Room Card। 

আপনার তৈরি ম্যাপস কারো পছন্দ হলে সেই প্লেয়ার আপনার ম্যাপ টিকে লাইক করতে পারবেন। এমনকি সাবস্ক্রাইব করে রাখতে পারবেন। পারবেন শেয়ার করতেও। সমস্ত কিছু মিলিয়ে সম্পূর্ণ নতুন এবং ইউনিক গেমপ্লে এক্সপেরিয়েন্স নিয়ে আসতে চলেছে ফ্রী ফায়ার তাদের এই ম্যাক্স ভার্শন এর মধ্য দিয়ে। 

থাকবে এনহান্সড অ্যানিমেশনের সুবিধাও। পাওয়া যাবে নতুন ওয়েপন অ্যানিমেশন। তার সাথে দুর্দান্ত সাউন্ড ইফেক্ট থাকবে। থাকবে স্পেশাল ইফেক্টস। এমনকি বুলেট হোলল এফেক্ট পাওয়া যাবে খুব ভালো ভাবে। তাই সমস্ত কিছু মিলিয়ে ফ্রী ফায়ার ম্যাক্স বড়োসড়ো রকমের চমক নিয়ে আসতে চলেছে তা নিশ্চিত ভাবে বলা যায়।  

কোন ফোনে খেলা যাবে Garena Free Fire Max ?

এবার আমাদের মনে প্রশ্ন জাগবে ফ্রি ফায়ার ম্যাক্স খেলতে কেমন সিস্টেম রিকোয়ারমেন্টস (Free Fire Max System Requirements) প্রয়োজন হবে। এই বিষয়ে প্রশ্ন রয়েছে অনেকেরই। জানিয়ে রাখা ভালো Garena Minimum System Requirements-এর ব্যাপারে জানিয়েছে। 

সেখানে জানানো হচ্ছে আপনার স্মার্টফোনে CPU হতে হবে Dual Core 1.2GHz-এর। তারই সাথে মিনিমাম 2GB RAM থাকতে হবে। ROM হতে হবে 2.5 GB+ এবং অ্যান্ড্রয়েড 4.4 বা তার পরবর্তী ভার্সন থাকতে হবে। এটা তো গেল মিনিমাম রিকোয়ারমেন্টস। 

ফ্রী ফায়ার আরও জানাচ্ছে ফ্রী ফায়ার ম্যাক্স ভালোভাবে উপভোগ করার জন্য আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে CPU হতে হবে Octa Core 2.0GHz-এর। তারই সাথে রাখতে হবে 4 GB RAM। রাখতে হবে 4 GB+ ROM এবং এন্ড্রয়েড ভার্সন হতে হবে এন্ড্রয়েড সেভেন বা তার পরবর্তী আপডেটস। 

জেনেনিন : ঘোষণা হয়ে গেল বহু প্রতীক্ষিত Flipkart-এর The Big Billion Days সেল ডেট, পাওয়া যাবে এই সব অসাধারণ বেনিফিট

আপনি যদি আইফোনে ফ্রী ফায়ার ম্যাক্স উপভোগ করতে চান তার জন্য রিকমেন্ডেড রিকোয়ারমেন্ট হচ্ছে iPhone Seven মিনিমাম। iOS 11বা তার পরবর্তী আপডেটের আপনি এই গেমটি কে উপভোগ করতে পারবেন খুব ভালো ভাবেই। গরিনা জানিয়েছে এই মিনিমাম সিস্টেম রিকোয়ারমেন্টস আপনাকে ফুলফিল করতে হবে এমনটাই নয়। এই মিনিমাম রিকোয়ারমেন্টস না থাকলেও আপনি গেমটি খেলতে পারবেন। কিন্তু কিছু কিছু জায়গায় সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে। 

সমস্ত কিছু মিলিয়ে ফ্রী ফায়ার ম্যাক্স রীতিমতো আশা জাগাচ্ছে অনেক ফ্রি ফায়ার লাভারদের মনে। আপনিও কি ফ্রি ফায়ার ম্যাক্স এর জন্য অপেক্ষা করে রয়েছেন? কেমন লাগলো এর সমস্ত ফিচার্স আপনার? অবশ্যই জানাতে ভুলবেন না।