মহাকাশ ভ্রমণ করতে চান? থাকবে গরম গরম খাবারের ব্যবস্থা, অত্যাধুনিক টয়লেট ও ফ্রি ওয়াইফাই, ঘোষণা করলেন ইলন মাস্ক নিজেই

future inspiration4 astronauts will have food warmer modern toilet system starlink internet announces elon musk
Inspiration4 Mission (Image : SpaceX)

SpaceX-এর ইনস্পিরেশন ফোর (Inspiration 4) মিশন কমপ্লিট হয়ে গেছে ইতিমধ্যেই। সেই মিশন কমপ্লিট করে চারজন যাত্রী ইতিমধ্যেই পৃথিবীতে ফিরেছেন। মহাকাশে তিন দিন কাটিয়েছেন তারা। আর সবথেকে অবাক করা বিষয় হল, এই চারজনের মধ্যে কেউই প্রফেশনাল অ্যাস্ট্রোনট নন। এই অসাধ্যসাধন করতে পেরেছে SpaceX। 

মহাকাশেও থাকবে গরম গরম খাবারের ব্যবস্থা

তবে এই মিশনে সমস্যাও কম ছিলনা। বস্তুত এই মিশনে টয়লেট সংক্রান্ত সমস্যা ছিল তা স্বীকার করে নিলেন ইলন মাস্ক স্বয়ং। গত সেপ্টেম্বরের 15 তারিখে কেনেডি স্পেস সেন্টার থেকে ইনস্পিরেশন 4 মিশনের শুভ সূচনা হয়েছিল। নিঃসন্দেহে ইতিহাসেরও সূচনা হয়েছিল সেই সময়েই। কিন্তু এই মিশনে সমস্যাও কম আসেনি। তবে সেই সমস্যা খুব বড় না হলেও ছোটখাটো কিছু সমস্যা সম্মুখীন হতে হয়েছিল মহাকাশচারীদের।

জেনেনিন : Qualcomm Snapdragon 870 5G, 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হয়ে গেল Realme GT Neo 2 5G স্মার্টফোনটি, দেখেনিন এর স্পেসিফিকেশন্স ও দাম

তারই মধ্যে একটা হল SpaceX এর ড্রাগণ ক্যাপসুলে কোনরকম খাবার গরম করার ব্যবস্থা ছিল না। ফলস্বরূপ ঠান্ডা খাবার সেই চার মহাকাশচারী কে খেতে হয়েছে। শুধুমাত্র এখানেই শেষ নয় আরও একটি সমস্যা ছিল। ড্রাগন ক্যাপসুলে কিছু সমস্যা ছিল টয়লেট ব্যবস্থাতেও। এই বিষয় গুলো স্বীকার করে নিয়ে ইলন মাস্ক জানিয়েছেন এই ধরণের পরবর্তী মিশনে থাকবে এই সমস্যার সমাধান।

শুধুমাত্র সেখানেই থেমে থাকেননি তিনি। জানিয়েছেন হাইস্পিড ইন্টারনেটের ব্যবস্থাও পাওয়া যাবে সেই Dragon ক্যাপসুলে। এই হাই স্পিড ইন্টারনেটের জন্য অবশ্যই ইলন মাস্ক ব্যবহার করবেন তারই Starlink কোম্পানির স্যাটেলাইট ইন্টারনেট ব্যবস্থা। 

অর্থাৎ সমস্ত বিষয়টা একবার ভাবুন। এতদিন পর্যন্ত মহাকাশ সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে ছিল। আর এবার আপনি প্রফেশনাল অ্যাস্ট্রোনট না হলেও মহাকাশ ভ্রমন করতে পারবেন কয়েক দিনের জন্য। সেখানে পাবেন অত্যাধুনিক টয়লেটের ব্যবস্থা, গরম গরম খাবার ও হাই স্পিড ইন্টারনেট ব্যবস্থা। 

অত্যাধিক খরচের জন্য এখনই সেটা সম্ভব না হলেও, এই মিশন গুলি আশা যোগাচ্ছে সকলকে। তাই সুযোগ পেলে আপনিও কি মহাকার ভ্রমণে ইচ্ছুক? জানিয়ে ফেলুন মনের সুপ্ত বাসনা।