বর্তমান দিনে মানুষের কাছে সময়ের গুরুত্ব যথেষ্ট বেশি, সেই কথাকেই প্রাধান্য দিয়ে ভারতের বাজারে অনলাইন কেনাকাটা দীর্ঘদিন যাবৎ বেড়ে চলেছে। অনলাইন কেনাকাটার ক্ষেত্রে ব্যাপকভাবে জনপ্রিয় Flipkart সংস্থাটি। সম্প্রতি জানা গেছে 200 মিলিয়ন এর বেশি মানুষ এই অনলাইন শপিং প্লাটফর্মটি ব্যবহার করেন।
আমরা সকলেই জানি কিছুদিন আগে ফ্লিপকার্ট রিজিওনাল ল্যাঙ্গুয়েজ সাপোর্ট সিস্টেম নিয়ে এসেছিল। যার মাধ্যমে আমরা নিজেদের রিজওনাল ভাষা(তথা হিন্দি,মারাঠি,মালায়ালাম ইত্যাদি)ব্যবহার করে Flipkart App আমরা ব্যবহার করতে পারতাম।
কাস্টমারদের সুবিধার্থে ফ্লিপকার্ট নিয়ে এল আবার একটি দারুন ফিচার। সম্প্রতি ফ্লিপকার্ট লঞ্চ করে দিয়েছে voice সার্চ সিস্টেম। ফ্লিপকার্ট এর তরফ থেকে জানানো হয়েছে হিন্দি ও ইংরেজি ভাষা ব্যবহার করে কাস্টমাররা 80 টি ক্যাটাগরিতে বিভক্ত 150 মিলিয়নেরও বেশি প্রোডাক্ট অতি সহজে নিমেষেই অর্ডার করতে পারবেন শুধুমাত্র মুখের কথাতেই।
ফ্লিপকার্টের এই ভয়েস সার্চ(Voice Search) সিস্টেমটি ব্যবহার করে নতুন গ্রাহকরা তাদের পছন্দমতো জিনিস যেমন অর্ডার করতে পারবেন। বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের ক্ষেত্রেও খুবই সুবিধাজনক হবে এই ফিচারটি। এছাড়াও ফ্লিপকার্ট মনে করছে, এই পদ্ধতির কথা জানতে পেরে অনেক নতুন গ্রাহক তাদের অনলাইন প্লাটফর্মে যুক্ত হতে পারেন।
জেনে নিন : কন্টিনিউয়াস SpO2 মনিটরিং সহ Smart Band Style নিয়ে আসছে OPPO – লঞ্চ ডেট, ফিচারস জেনে নিন বিস্তারিত
তবে এখনও পর্যন্ত হিন্দি এবং ইংলিশ ভাষা ব্যবহার করেই এই সুবিধা পাওয়া যাবে। বা এই দুই ভাষা মিশিয়েও আপনি অর্ডার করতে পারবেন। অদূর ভবিষ্যতে হয়তো আমরা আমাদের প্রিয় বাংলা ভাষাতেও ভয়েস সার্চের সুবিধা পাবো।
তবে তার জন্য অপেক্ষা করতে হবে আমাদের এখনও বেশ কিছু দিন। কারণ এখনও পর্যন্ত Flipkart App এ বাংলা ভাষা সাপোর্টই করেনা। তবে ফ্লিপকার্ট App এর Language সেকশনে গিয়ে আমরা দেখতে পারছি ফ্লিপকার্টে বাংলা ভাষার প্রয়োগ অতি শীঘ্রই আসতে চলেছে। তবে ঠিক কবে আসছে সেটাও ফ্লিপকার্ট এখনো পর্যন্ত অফিসিয়ালি জানায়নি। নিঃস্বন্দেহে, Flipkart এর এই পদক্ষেপে সুবিধা হবে তাদের কাস্টমারদের।
সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।