কন্টিনিউয়াস SpO2 মনিটরিং সহ Smart Band Style নিয়ে আসছে OPPO – লঞ্চ ডেট, ফিচারস জেনে নিন বিস্তারিত

oppo-will-launch-oppo-band-style-in-india-with-continuous-spo2-monitoring

আজই করা হয়ে গেছে রেডমির তরফ থেকে Redmi Note 10 সিরিজ লঞ্চ। তারপরই আগামী 8 তারিখে OPPO লঞ্চ করতে চলেছে তাদের বেশ কিছু প্রোডাক্ট। এর মধ্যে শোনা যাচ্ছে তারা লঞ্চ করতে পারে তাদের ফিটনেস ব্যান্ড। যার নাম তারা দিচ্ছে OPPO Style Band। 

ভারতের বাজারে এখন ফিটনেস ব্যান্ড এর ছড়াছড়ি। Mi Band যেমন রয়েছে তেমনই রয়েছে OnePlus এবং রিয়েলমিরও। এবার OPPO নিয়ে চলে এল তাদের নতুন এক ফিটনেস ব্যান্ড। এই ব্যান্ডের নাম তারা দিয়েছে OPPO Band Style। ইতিমধ্যেই Amazon-এ এর অফিসিয়াল পেজও অনলাইন করে দেওয়া হয়েছে। 

এর মধ্যে OPPO জানাচ্ছে বেশকিছু ইন্টারেস্টিং ফিচার পাওয়া যাবে এই OPPO Band Style এ। এর মধ্যে আপনি পাবেন কন্টিনিউয়াস SpO2 মনিটরিংয়ের সুবিধা। 2.79cm এর Full Color AMOLED Screen। পাবেন রানিং থেকে শুরু করে ওয়াকিং, সাইক্লিং, সুইমিং, ব্যাডমিন্টন, ক্রিকেট, যোগা ইত্যাদি বেশ কয়েকটি মোড। এগুলি ব্যবহার করে আপনি আপনার ফিটনেস এক্টিভিটিসকে ট্র্যাক করতে পারবেন। 

আর অবশ্যই এই সমস্ত এক্টিভিটিস গুলোকে আপনি যদি ভালোভাবে ট্র্যাক করতে চান তাহলে আপনাকে ব্যবহার করতে হবে এই HeyTap Health App।এরমধ্যে স্লিপ মনিটরিং, হার্টবিট মনিটরিং এবং SpO2 মনিটরিংয়ের সুবিধাও থাকবে। 

জেনে নিন : iPhone 12 Pro Max অর্ডার দিয়ে পেলেন Apple Juice, হতবাক করা ঘটনা ঘটেছে চীনে

শুধু মাত্র এখানেই থেমে থাকছে না এই ব্যান্ডের ফিচারস গুলি। OPPO বলছে আপনার 8 ঘন্টা স্লিপ সাইকেলের মধ্যে কন্টিনিউয়াস SpO2 মনিটর করে যাবে এই ফিটনেস ব্যান্ড। এর সম্পূর্ণ স্পেসিফিকেশন্স বা এর দাম সম্পর্কে জানতে গেলে আমাদের ওয়েট করতে হবে আরও কিছুদিন। শুধুমাত্র এই ফিটনেস ব্যান্ডই নয়। OPPO তাদের এই ইভেন্টে এর সাথেই লঞ্চ করবে Oppo F19 Pro সিরিজ। 

কবে হবে OPPO-র এই লঞ্চ ইভেন্ট? কিভাবে দেখবেন?

OPPO-র এই লঞ্চ ইভেন্ট হবে মার্চের 8 তারিখ। এই ইভেন্ট আমরা দেখতে পারবো সন্ধ্যা 7 টায়, তাদের Facebook, Instagram, Twitter ও YouTube-এ।

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।