ফেসবুক নিয়ে চলে এলো এক নতুন App। আপনি কি rap করতে ভালোবাসেন? তাহলে ফেসবুক নিয়ে চলে এল আপনার জন্য নতুন একটি অ্যাপ্লিকেশন। নাম ফেসবুক BARS। একথা এখন সবারই জানা কোন প্রতিদ্বন্দ্বী অ্যাপ্লিকেশন দেখলেই ফেসবুক খুব দ্রুত সেই App এর মতই অন্য এক এপ্লিকেশন নিয়ে তোড়জোড় শুরু করে দেয়। এর আগেও আমরা দেখেছিলাম টিকটকের বিকল্প হিসাবে নানান ধরনের অ্যাপ্লিকেশন নিয়ে এক্সপেরিমেন্ট চালিয়ে যেতে তাদেরকে।
এবার নতুন এক অ্যাপ্লিকেশন লঞ্চ করে দিলো ফেসবুক। এর নাম দেওয়া হয়েছে BARS। এই অ্যাপের সাহায্যে আপনি খুব সহজেই Rap করতে পারবেন। আপনার যদি সংগীতের এই ধারার সাথে ভালোবাসা থাকে তাহলে এই App আপনারই জন্য।
কি কি ফিচার রয়েছে এই BARS অ্যাপ্লিকেশনে?
BARS অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনি যদি Rap করতে ভালোবাসেন তাহলে খুব সহজেই আপনি Rap তৈরি করে ফেলতে পারবেন। আর এর জন্য আপনার Rapping এক্সপেরিয়েন্স এর কোনোও প্রয়োজন নেই। খুব সহজেই আনার শব্দ ব্যবহার করে তৈরি করে ফেলতে পারবেন নিজের rap। অন্যান্য শর্ট ভিডিও অ্যাপ্লিকেশনের মতই এই অ্যাপ্লিকেশনের মধ্যেও বিভিন্ন রকমের ফিচার্স পেয়ে যাবেন।
আপনি বিভিন্ন রকমের টিউন পেয়ে যাবেন আপনি যেগুলো রেকর্ড করা রয়েছে অ্যাপেতেই। সেই টিউন ব্যবহার করে আপনি আপনার শব্দ যোগ করে নিজস্ব rap তৈরি করে ফেলতে পারবেন। শুধু মাত্র এখানেই শেষ নয়। এই অ্যাপ্লিকেশনের মধ্যে থেকে আপনি যদি Rap প্র্যাকটিস করতে চান বা রান্ডম ওয়ার্ড থেকে rap তৈরি করার চ্যালেঞ্জ নিতে চান তাহলে সেটাও করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনের মধ্যে সেই সুবিধাটিও আপনি পেয়ে যাবেন।
Rap তৈরি করার পর এই অ্যাপের সাহায্যে খুব সহজেই আপনি শেয়ার করতে পারবেন আপনার বন্ধুদের সাথে। আর এমনকি আপনার তৈরীর rap টি খুব সহজেই আপনার ফোনে সেভ করে নিতে পারবেন। টিকটক বা অন্যান্য অ্যাপ্লিকেশনগুলোর মত এর মধ্যেও নানান ধরনের ভিজুয়াল ইফেক্টস আপনি পেয়ে যাবেন। যেগুলো আপনি আপনার ভিডিওতে add করতে পারবেন। এগুলির সাহায্যে আরও এনহান্স করতে পারবেন আপনার তৈরি rap কে।
জেনে নিন : Realme Narzo 30 Pro 5G স্পেসিফিকেশন্স, প্রাইস, সেল ডেট ও অফার, জেনেনিন বিস্তারিত
তারি সাথে autotune, imaginary friends এই ধরনের ফিচার রয়েছে যেগুলোকে আপনি সবসময় ব্যবহার করতে পারবেন এবং আপনার রাপিং স্টাইলকে ইম্প্রুভ করতে পারবেন।
কিভাবে এই BARS অ্যাপ্লিকেশন ইন্সটল করবেন?
এখনো পর্যন্ত এই অ্যাপ্লিকেশনটি ক্লোজ বিটা টেস্টিং এর আন্ডারে রয়েছে। অর্থাৎ এখনো টেস্টিং পর্যায়ে রয়েছে এই অ্যাপ্লিকেশনটি। সিলেক্টেড কিছু ইউজারকে অ্যাপ্লিকেশনের অ্যাক্সিস দেওয়া হচ্ছে তাদের টিমের তরফ থেকে। তাই আপনি চাইলেই এই অ্যাপ্লিকেশন কে ব্যবহার করতে পারবেন না। তবে সমস্ত কিছু যদি ঠিকঠাক ভাবে যায় খুব শীঘ্রই সাধারন ইউজার দের জন্য এই অ্যাপ্লিকেশনটি এভেলেবেল করে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।
নিঃসন্দেহে এই অ্যাপ্লিকেশনের কনসেপ্ট ইউনিক এবং যারা rap লাভার রয়েছেন তাদের জন্য খুব ভালো হবে বলেই মনে করা হচ্ছে এই অ্যাপ্লিকেশনটি।আমরা অবশ্যই এই অ্যাপ্লিকেশনের লঞ্চের অপেক্ষায় থাকবো এবং তারপর এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে থাকবো।
সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।