ফেসবুকে বহু ইন -অ্যাক্টিভ ইউজারের আইডি এক্সেস করে ফেললো 5,000 জন ডেভেলপার

ফেসবুক জানালো যে এটি দুর্ঘটনাক্রমে প্রায় 5,000 ডেভেলপারদের ফেসবুক অ্যাপের ইন-অ্যাক্টিভ ইউজারদের ডেটা অ্যাক্সেসের অনুমতি দিয়ে ফেলেছে।

বুধবার সংস্থাটি ব্যাখ্যা করেছে যে এটি সম্প্রতি এমন একটি সমস্যা খুঁজে বের করেছে যা অ্যাপ ডেভেলপারদের কোনো ইউজারের অ্যাকাউন্ট নিষ্ক্রিয়তার 90 দিন পরেও ডেটা এক্সেস দিচ্ছে।

2018 সালে, ফেসবুক ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির পরিপ্রেক্ষিতে অ্যাপ ডেভেলপারদের ডাটা এক্সেস এর ক্ষেত্রে কিছু নিষেধাজ্ঞা জারি করে।

ফেসবুক এমনটি জানিয়েছিল যে যদি কোন ইউজার 90 দিন একাউন্ট ইন্যাক্টিভ রাখে তাহলে কোন ডেভলপার আর তার তথ্য এক্সেস করতে পারবে না।

বর্তমানে কিছু অ্যাপ আছে যেখানে আমরা ফেসবুক অ্যাকাউন্ট দ্বারা লগইন করে সহজেই একটিতে সাইন ইন করতে পারি।

বেশকিছু ফিটনেস অ্যাপসহ এরকম অ্যাপগুলির ডেভেলপাররাও 90 দিন একাউন্ট ইন্যাক্টিভ থাকার পরেও ডিটেলস এক্সেস করতে সক্ষম হচ্ছে।

ফেসবুক আরো জানিয়েছে যে ডেট অব বার্থ, জেন্ডার,ইমেল,ফোন নাম্বার এর মতো বেশ কিছু তথ্য এই সকল অ্যাপ এক্সেস করতে পারছে।

আরও জানুন : ওভার-অ্যাডিকশনের জন্য পাবজি ব্যান হলো এই দেশটিতে, দেখে নিন বিস্তারিত !

এর আগেও ফেসবুক বহুবার যেটা চুরির অভিযোগ পেয়েছে,আরো একবার এই ঘটনা ঘটায় ফেসবুককে বহু প্রশ্নের মুখে পড়তে হয়েছে।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে এই বিষয়টি তাদের নজরে আসার সঙ্গে সঙ্গেই তারা এটি ঠিক করে দেয়।

তবে কয়েকজন ইউজারের আইডি ইনফর্মেশন যে ওই 5000 ডেভেলপার একসেস করেছে তার কোন বিস্তারিত তথ্য দেয়া হয়নি ফেসবুকের পক্ষ থেকে।