Airtel এর প্যাক রীতিমতো জনপ্রিয় সকলের কাছেই। আর শুধুমাত্র ইন্টারনেট বা ভয়েস কল না, আরো ইন্টারেস্টিং সব সুবিধা পাওয়া যায় এই প্যাক গুলিতে। তাই রিচার্জ করার আগে জেনে নিয়ে সেই সমস্ত প্রিমিয়াম সুবিধা গুলিকে ব্যবহার করা অত্যন্ত প্রয়োজন। আজকে Airtel এর যে prepaid প্লান গুলির ব্যাপারে জানাবো এই প্যাক গুলিতে পাবেন প্রত্যেকদিন 1.5 GB করে ডেটা সাথে দারুন সব বেনিফিট। জেনে নেওয়া যাক বিস্তারিত ভাবে।
Table of Contents
598 টাকার প্ল্যান
এয়ারটেলের 598 টাকার প্যাকে আপনি পেয়ে যাবেন 1.5 জিবি ট্রুলি আনলিমিটেড ডেটা প্রত্যেক দিনের জন্য। যার ভ্যালিডিটি থাকবে 84 দিন। সাথে পেয়ে যাবেন 100 টা করে এসএমএস প্রত্যেক দিন। এর সাথে থাকবে Amazon Prime Video Mobile এডিশন ফ্রী ট্রায়াল 30 দিনের জন্য। আছে এয়ারটেল এক্সট্রিম প্রিমিয়াম ফ্রি, 400 প্লাস লাইভ চ্যানেলস, রয়েছে আনলিমিটেড মুভি অ্যান্ড টিভি শোজ দেখার সুবিধা।
এছাড়াও রয়েছে, ফ্রি হ্যালো টিউনস এর সুবিধা। ফলে আপনি নিজের ইচ্ছা মতো unlimited হ্যালো টিউন পরিবর্তন করতে পারবেন। এর সাথে উইঙ্ক মিউজিক লাইভ কনসার্ট দেখার সুযোগ ও থাকছে। এই প্যাকে আরো একটি আকর্ষণীয় বিষয় হল আপনি এক বছরের জন্য Upskill With Shaw Academy-র ফ্রী অনলাইন কোর্সেস পেয়ে যাবেন। আর 100 টাকা ক্যাশব্যাক পাবেন FASTag এ।
399 টাকার প্ল্যান
399 টাকা রিচার্জে আপনি পেয়ে যাবেন ট্রুলি আনলিমিটেড ডেটা 1.5 GB করে। 100 টা করে এসএমএস প্রত্যেক দিনের জন্য। এই প্যাকের ভ্যালিডিটি 56 দিন। এর সাথে আপনি পেয়ে যাবেন আমাজন প্রাইম ভিডিও ফ্রি ট্রায়াল মোবাইল এডিশন 30 দিনের জন্য । এছাড়া থাকছে এয়ারটেল এক্সট্রিম প্রিমিয়াম ফ্রি, 400 প্লাস লাইভ টিভি চ্যানেল আনলিমিটেড মুভি অ্যান্ড টিভি শোজ, ফ্রী হ্যালো টিউনস এবং Wynk ফ্রি মিউজিক লাইভ কনসার্ট।
এখানেও পাবেন এক বছরের ফ্রী অনলাইন কোর্সেস Upskill With Shaw একাডেমীর এবং 100 টাকা ক্যাশব্যাক FASTag এ।
299 টাকার প্ল্যান
299 টাকার এয়ারটেলের প্ল্যানে আপনি পেয়ে যাবেন 1.5 GB করে ইন্টারনেট, আনলিমিটেড কল এবং 100 টা করে এসএমএস প্রত্যেক দিনের জন্য। প্যাকের ভ্যালিডিটি 28 দিন। এই প্যাকে যে সুবিধা গুলো রয়েছে সেগুলি হল আমাজন প্রাইম ভিডিও মোবাইল এডিশন, এয়ারটেল এক্সট্রিম প্রিমিয়াম ফ্রি 400 প্লাস লাইভ টিভি চ্যানেল, আনলিমিটেড মুভি এবং টিভি শো; ফ্রী হ্যালো টিউনস, Wynk মিউজিক লাইভ কনসার্ট এন্ড পডকাস্ট, Upskill With Shaw একাডেমীর একবছরের ফ্রি অনলাইন কোর্স এবং 100 টাকা ক্যাশব্যাক FASTag এ।
289 টাকার প্ল্যান
289 টাকার প্যাকেজ আপনি পেয়ে যাবেন প্রত্যেকদিন 1.5GB করে ইন্টারনেট, 100 টা করে এসএমএস এবং ট্রুলি আনলিমিটেড কল। প্যাকটির বৈধতা 28 দিন। এই প্যাক এর সাথে সংযুক্ত করা হয়েছে আমাজন প্রাইম ভিডিও মোবাইল এডিশন ফ্রী ট্রায়াল 30 দিনের জন্য। পাবেন Zee5 প্রিমিয়াম সাবস্ক্রিপশন 28 দিনের জন্য, যাতে আপনি 4500+ মুভিজ এবং টিভি শোজ উপভোগ করতে পারবেন।
এয়ারটেল এক্সট্রিম প্রিমিয়াম ফ্রি 400 প্লাস লাইভ টিভি চ্যানেল, আনলিমিটেড মুভি। ফ্রী হ্যালো টিউনস, Wynk ফ্রি মিউজিক লাইভ কনসার্ট এন্ড পডকাস্ট। এছাড়া রয়েছে Upskill With Shaw একাডেমির এক বছরের জন্য ফ্রী অনলাইন কোর্স এর সুবিধা এবং FASTag এ 100 টাকা ক্যাশব্যাক ।
279 টাকার প্ল্যান
এয়ারটেলের 279 টাকার প্যাকে আপনি পেয়ে যাবেন প্রত্যেকদিন 1.5GB করে ডেটা আর 100 টা করে এসএমএস। পাবেন Truly আনলিমিটেড কল 28 দিনের জন্য। এর সাথে আরও যুক্ত করা হয়েছে 30 দিনের আমাজন প্রাইম ভিডিও মোবাইল এডিশনের ফ্রি ট্রায়াল প্যাক।
এছাড়া 400000 টাকার লাইফ ইন্স্যুরেন্সের সুবিধা, HDFC লাইফ ইনসিওরেন্স নো-মেডিকেল টেস্টের মাধ্যমে । আরও রয়েছে এয়ারটেল এক্সট্রিম প্রিমিয়াম ফ্রি 400+ লাইভ টিভি চ্যানেল, আনলিমিটেড মুভি এন্ড টিভি শো। ফ্রী হ্যালো টিউনস,Wynk ফ্রী মিউজিক, লাইভ কনসার্ট এবং পডকাস্ট।
জেনে নিন : আপনার মোবাইল নাম্বারে কিভাবে Do Not Disturb সার্ভিস এক্টিভেট করবেন? জেনে নিন সঠিক পদ্ধতি
আর এক বছরের জন্য Upskill With Shaw একাডেমী র ফ্রী অনলাইন কোর্স এর সুবিধা। এছাড়া 100 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন FASTag এর ক্ষেত্রে ।
249 টাকার প্ল্যান
এয়ারটেলে 249 টাকার প্যাকে রয়েছে দেড় জিবি ইন্টারনেট এবং 100 টা করে এসএমএস এবং truly আনলিমিটেড কল 28 দিনের জন্য। এরসাথে আর যে যে সুবিধাগুলো উপভোগ করবেন সেগুলি হল- আমাজন প্রাইম ভিডিও মোবাইল এডিশন ফ্রী ট্রিয়াল 30 দিনের জন্য, এয়ারটেল এক্সট্রিম প্রিমিয়াম ফ্রি 400 প্লাস লাইভ টিভি চ্যানেল, আনলিমিটেড মুভি এবং টিভি শোজ, নিজের পছন্দমত হ্যালো টিউনস পরিবর্তন করার সুযোগ, উইনক মিউজিক ফ্রি লাইভ কনসার্ট এবং পডকাস্ট। এছাড়া এক বছরের জন্য Upskill With Shaw একাডেমির ফ্রী অনলাইন কোর্স এবং FASTag এ 100 টাকা ক্যাশব্যাক ।
নিঃস্বন্দেহে এই প্ল্যান গুলি দারুন। আপনি যদি Airtel এর কাস্টমার হন তাহলে অবশ্যই এই প্ল্যান গুলি ব্যবহার করুন। ও উপভোগ করুন এক্সট্রা বেনিফিট। সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।