আমাদের স্মার্টফোনে অবাঞ্ছিত নানান মেসেজ এসে আমাদের সবসময় বিরক্ত করে। অনেক সময় নানা ধরনের ভয়েস কল আসতে থাকে যেগুলো আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় বাধার সৃষ্টি করে।
তাই সঠিক পদ্ধতিতে সেই অবাঞ্ছিত প্রমোশনাল কল বা এসএমএস গুলোকে বন্ধ করা খুবই প্রয়োজন। আর তার জন্যই DND অর্থাৎ Do not disturb সার্ভিস নিয়ে এসেছে টেলিকম অপারেটর গুলি।
আজকের আর্টিকেলে আপনি জেনে নেবেন আপনার মোবাইল নাম্বারে কিভাবে আপনি এই ডু নট ডিস্টার্ব সার্ভিস এক্টিভেট করবেন।
কিভাবে আপনার নাম্বারে Do not disturb সার্ভিস এক্টিভেট করবেন ?
আপনার নাম্বারে এখন Do not disturb সার্ভিস এক্টিভেট করা খুবই সহজ হয়ে গেছে। এসএমএসের মাধ্যমে বা টেলিকম অপারেটরদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে খুব সহজেই আপনি এই কাজ করতে পারবেন। দেখে নেওয়া যাক সঠিক পদ্ধতি গুলি !
ভোডাফোন-আইডিয়া(Vi)
ভোডাফোন-আইডিয়ার ক্ষেত্রে সবথেকে সহজ পদ্ধতি হলো তাদের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে এই Do not disturb সার্ভিসকে এক্টিভেট করা।
সেটা করার জন্য প্রথমেই চলে যান myvi.in/dnd এই লিঙ্কে।
তারপর দেখুন সেখানে আপনার মোবাইল নাম্বার দেওয়ার জায়গা দেওয়া হবে। আপনার মোবাইল নাম্বার দেওয়ার পর Send OTP অপশন এ ক্লিক করে দিন। এই অপশনে আপনি ক্লিক করলেই আপনার ফোন নাম্বারে একটি OTP চলে আসবে।
পরবর্তী স্টেপে সেই OTP সঠিক ভাবে পুট করে Verify অপশনে ক্লিক করে দিন। আপনার নাম্বারে যদি ওটিপি না আসে তাহলে Resend OTP অপশন আপনি পেয়ে যাবেন সেখানে।
তার নীচেই আপনাকে দেখিয়ে দেওয়া হবে আপনার DND Active রয়েছে কিনা।
আপনার সিমে যদি DND একটিভ না থাকে তাহলে আপনি দুটো অপশন পেয়ে যাবেন। Full এবং Partial। ফুল অর্থাৎ কোনো রকম অবাঞ্ছিত কল বা মেসেজ আপনার নাম্বারে আসবে না। এবং পার্শিয়াল মানে আংশিকভাবে আপনি DND শুরু থাকবে।
আপনার পছন্দমত অপশনটি বেছে নিন এবং তারপর সাবমিট অপশনে ক্লিক করে দিন।
জেনে নিন : সরকারি কাজ ঘরে বসেই করে নিন, দেখেনিন ভারত সরকারের নিজস্ব Mobile App গুলি
এর পরেই আপনাকে দেখিয়ে দেওয়া হবে আপনার ডিএনডি রিকোয়েস্ট সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। আপনাকে একটা রিকোয়েস্ট আইডিও দিয়ে দেওয়া হবে। তারই সাথে আপনার সেই নাম্বারে এসএমএস করে জানিয়ে দেওয়া হবে। 24 ঘন্টার মধ্যেই ডিএনডি একটিভ হয়ে যাবে আপনার নাম্বারে।
Airtel এর ক্ষেত্রে
আপনি যদি এয়ারটেলের কাস্টমার হন তাহলে খুব সহজেই তাদের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি ডু নট ডিস্টার্ব সার্ভিসটি একটিভ করে দিতে পারবেন। তার জন্য সরাসরি চলে যান airtel.in/airtel-dnd এই পেজের মধ্যে।
একটু স্ক্রল করে নিচের দিকে দেখুন Registration সেকশন এর আন্ডারে Airtel Mobile Service রয়েছে। তার নিচে Click Here অপশন রয়েছে। সেখানে ক্লিক করে দিন। পরের পেজে আপনার মোবাইল নাম্বার দিতে বলা হবে সেখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিন। নিচে GET ONE TIME PASSWORD(OTP) অপশনটিতে ক্লিক করে দিন। ক্লিক করলেই আপনার নাম্বারে OTP চলে আসবে।
ওটিপি ঠিকঠাক দিয়ে Validate করলেই পরবর্তী পেজে আপনি DND এক্টিভেট করার অপশন পেয়ে যাবেন। অবশ্যই আপনাকে এসএমএস এর মাধ্যমে কনফার্ম করে দেওয়া হবে।
BSNL এর ক্ষেত্রে
BSNL এর DND এক্টিভেট করার জন্য এই রকম কোনো ওয়েব সার্ভিস নেই। তবে আপনি TRAI এর দেওয়া সাধারণ নিয়ম মেনেই SMS এর মাধ্যমেএটা করতে পারবেন। সেটা করার জন্য START 0 লিখে 1909 নাম্বারে SMS করে দিন। এর ফলে ফুল DND এক্টিভেট হয়ে যাবে।
এছাড়াও 1909 এই নাম্বারে কল করেও আপনি DND Activate করতে পারবেন।
Jio নাম্বারে কিভাবে DND এক্টিভেট করবেন ?
আপনার যদি রিলায়েন্স জিওর(Reliance Jio) সিম থাকে তাহলে খুব সহজেই MyJio অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনি DND কে এক্টিভেট করতে পারবেন। সেটা করার জন্য প্রথমেই আপনার My Jio অ্যাপ্লিকেশনে Sign in করে নিন।
তারপর বাঁদিকে উপরের কোনায় যে তিনটে বার মেনু রয়েছে যাকে হামবার্গার মেনু বলা হয় সেই মেনুতে ক্লিক করুন।
একদম নিচে দেখুন Settings অপশন রয়েছে। সেই Settings অপশনে চলে যান। তাহলেই Service Settings এর আন্ডারে Do নোট disturb অপশন আপনি পেয়ে যাবেন।
জেনে নিন : Signal App এর স্পেশাল ট্রিকস গুলি অবশ্যই জেনে নিন, সুবিধা হবে সবারই
এই অপশনে গিয়ে আপনি ডু নট ডিস্টার্ব সার্ভিস এনেবেল করতে পারবেন। ভিতরে আপনি আপনার প্রেফারেন্স সেট করে দিতে পারবেন। আপনার প্রয়োজন মত অপশন বেছে নিন এবং সেভ করে নিন। তাহলেই হবে।
এইভাবে এই সমস্ত টেলিকম অপারেটরদের ক্ষেত্রে আপনি DND অন করতে পারবেন। সমস্ত লেটেস্ট টেক নিউজ সবার আগে পেতে জয়েন করুন আমাদের WhatsApp ও Telegram গ্রুপ। আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।