WhatsApp এর ডিলিট করে দেওয়া মেসেজ গুলি কিভাবে পড়বেন? জেনে নিন খুবই সহজ এই পদ্ধতি

easily read whatsapp deleted messages

WhatsApp খুবই জনপ্রিয় একটি সোশ্যাল ম্যাসেজিং অ্যাপ্লিকেশন। সারাবিশ্বে এই অ্যাপ্লিকেশনটির ব্যবহার ব্যাপকভাবে বেড়ে চলেছে। আমাদের দেশে 390 Millions এর বেশি WhatsApp ব্যবহারকারী রয়েছেন।

একের পর এক অসাধারণ সমস্ত ফিচারস WhatsApp আমাদের উপহার দিয়ে চলেছে। কিছুদিন আগেই WhatsApp এ এসেছিল এক দুর্দান্ত ফিচারস, যেখানে আপনার যেখানে আমরা আমাদের Voice মেসেজ টিকে 2x পর্যন্ত স্পিডে শোনার সুবিধা উপভোগ করেছি। আজকের আর্টিকেল আপনাদের জানাবো কিভাবে আপনি WhatsApp এ Delete হয়ে যাওয়া Messages পড়তে পারবেন।

প্রথমেই আপনাকে বলে রাখি যে এটি WhatsApp এর নির্দিষ্ট কোন অফিশিয়াল ফিচারস নয়। এটি ব্যবহার করার জন্য আপনাকে একটি third-party App অ্যাপ এর সাহায্য নিতে হবে। এরই সাথে আপনাকে জানিয়ে রাখা দরকার এটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড (Android) ইউজারদের ক্ষেত্রেই প্রযোজ্য। আপনি যদি একজন iOS ইউজার হয়ে থাকেন তবে সেক্ষেত্রে আপনাকে সামান্য হতাশ হতে হবে।

জেনে নেওয়া যাক কিভাবে আপনি Whatsapp এ ডিলিট হয়ে যাওয়া মেসেজ পড়তে পারবেন?

এখন থেকে আপনি ডিলিট হয়ে যাওয়া Message গুলি ফিরে পেতে পারেন নিচের পদ্ধতি অবলম্বন করে।

সর্বপ্রথম আপনি Google Play Store টি ওপেন করেনিন এরপর সেখান থেকে “Notisave” সার্চ করে অ্যাপ্লিকেশনটা Install করে নিন। অ্যাপ্লিকেশন টি আপনার স্মার্টফোনে Install হয়ে গেলে সেটা Open করুন। এবং তার যাবতীয় পারমিশন Allow করে দিন।

এরপর আপনি Notification Access এ “Notisave” অপশনটি দেখতে পাবেন সেটি Allow করে দিন। এরপর আপনি অ্যাপ্লিকেশনটিতে Block notification বলে একটা অপশন দেখতে পাবেন সেখানে WhatsApp ছাড়া আপনার Smartphone এর যাবতীয় App গুলি কে ব্লক করে দিন। 

এরপর আপনি লক্ষ্য করে দেখবেন আপনার মোবাইলের হোম স্ক্রিনে একটি Icon সেট হয়ে গেছে। যার মাধ্যমে সেখান থেকে আপনি ডিলিট হয়ে যাওয়া যেকোন মেসেজ, ছবি, ভিডিও দেখতে সক্ষম হবেন।

জেনে নিন : এইভাবে করা হচ্ছে WhatsApp একাউন্ট Hack, অবশ্যই জেনেনিন কিভাবে সাবধান থাকবেন

সবশেষে এ কথা মনে করিয়ে দেওয়া ভালো এটি  WhatsApp এর কোন অফিশিয়াল ফিচার নয়। এটি একটি Third Party App। এই অ্যাপটি ব্যবহারের ক্ষেত্রে আপনাকে বেশ কিছু ads এর সম্মুখীন হতে হবে। এবং এই App টি ব্যবহারের ক্ষেত্রে সুরক্ষাবিধি নিয়ে সামান্য ত্রুটি থেকেই যায়। তাই আপনি যদি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে ইচ্ছুক হন তবে সেক্ষেত্রে নিজের দায়িত্বে এটি ব্যবহার করতে পারেন। আর প্রয়োজন মিটে গেলে Uninstall এর সুবিধা তো আছেই।