কমদামে পাওয়া যাবে 5G-র মজা, শীঘ্রই আসতে চলেছে Jio Phone 5G, দেখেনিন এর সম্ভাব্য স্পেসিফিকেশন্স ও দাম

একের পর এক অসাধারণ সমস্ত 5G ফোন বিভিন্ন সংস্থা আমাদের সামনে এনে হাজির করে চলেছে। আমাদের দেশে বেড়ে চলেছে 5G ফোনের চাহিদা। আমরা জানি গ্রাহকদের কথা মাথায় রেখে এর আগে Reliance Jio নিয়ে এসেছিল Jio Phone, যেটি 4G সাপোর্টেড ছিল। সম্প্রতি Jio ঘোষণা করে দিলো ভারতের বাজারে তারা নিয়ে আসতে চলেছে 5G Jio Phone। আর এই কার্য তারা সম্পাদন করবে গুগলের সাথে হাত মিলিয়ে। 

সম্ভাব্য কেমন স্পেসিফিকেশন হতে চলেছে Jio Phone 5G টিতে?

5G JioPhone এর ব্যাপারে তেমন কোনো খবর সংস্থার তরফ থেকে জানানো হয়নি। তবে Jio development কর্মকর্তারা জানিয়েছেন এই ফোনটির উপর বর্তমানে “Dixon Technologies, Flextronics Technologies, UTL Neolyncs এবং Wingtech Mobiles” ইত্যাদি ম্যানুফ্যাকচারিং ফেসিলিটিতে পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে।

আরও প্রকাশিত হয়েছে যে JioPhone 5G স্মার্টফোন ইতিমধ্যে গবেষণা ও উন্নয়ন পর্যায়ে অতিক্রম করেছে। টেলিকম অপারেটর টাটা ইলেকট্রনিক্সের মতো সংস্থাগুলি থেকে এর জন্য উপাদানগুলির উৎস সন্ধান করছে বলে জানা গেছে। তবে Jio এখনও এই বিশদটি নিশ্চিত করেনি।

কবে লঞ্চ হতে পারে 5G JioPhone টি?

মনে করা হচ্ছে এই বছরের Diwali সময় অর্থাৎ November – October মাসের দিকে লঞ্চ হতে পারে এই ফোনটি।

5G JioPhone দাম কত হতে পারে?

এর দাম নির্দিষ্টভাবে নির্ধারণ করা না হলেও, সদ্য প্রকাশিত খবর অনুযায়ী জানা গেছে 5G JioPhone ফোনের দাম ভারতীয় মুদ্রায় 3,500 টাকার মধ্যে হতে পারে।

জেনে নিন : টুইটারের অল্টারনেটিভ Koo App লঞ্চ হয়ে গেল নাইজেরিয়াতেও, সুযোগের সদ্ব্যবহার কাকে বলে শিখতে হবে Koo এর থেকে

দেশের বিপুল পরিমাণ জনসংখ্যার ইন্টারনেট ও ভয়েস কোলের চাহিদার কথা মাথায় রেখেই কমদামে সকলের সাধ্যের মধ্যে এই Jio Phone লঞ্চ করেছিল রিলায়েন্স জিও। সেই ধরা এই ফোনের ক্ষেত্রেও বজায় থাকবে বলেই মনে করা হচ্ছে।

আপনি যদি কম দামের মধ্যে 5G ফোন নিতে চান তবে সেক্ষেত্রে আপনার কাছে আকর্ষণীয় হতে পারে 5G JioPhone টি। তবে এই ফোনটি কেনার জন্য আপনাকে করতে হবে কয়েকটা মাস অপেক্ষা।