Anonymous হ্যাকারদের বিষ নজরে পড়লেন ধনকুবের Elon Musk, টার্গেট করে করা হল ভিডিও পোস্ট

elon musk was targeted in a recent video by infamous hacking group anonymous

এই সময়ে অ্যানোনিমাস (Anonymous) হ্যাকার গ্রুপ কে চেনেন না এমন কেউ প্রায় নেই বললেই চলে। বিভিন্ন রকম হ্যাকিং স্ক্যাম এর সাথে যুক্ত থাকে এই হ্যাকিং গ্রুপটি। সম্প্রতি তারা Tesla ও SpaceX এর মত জনপ্রিয় কোম্পানি গুলির CEO ইলন মাস্ক কে টার্গেট করেছে তাদের লেটেস্ট ভিডিওতে। 

ব্যাপারটা কী ঘটেছে?

রিসেন্টলি অ্যানোনিমাস হ্যাকার গ্রুপ একটি ভিডিও পোস্ট করেছে। এই ভিডিওতে Tesla এবং SpaceX এর মত জনপ্রিয় কোম্পানিগুলো সিইও ইলন মাস্ক কে টার্গেট করেছে তারা। তাদের ভিডিও শুরু করেছে ইউনাইটেড স্টেটসের জনগণকে অভ্যর্থনা জানিয়ে। তারই সাথে তারা জানিয়েছে যে ভিডিওটি শুধুমাত্র টেসলার CEO এলন মাস্কের জন্য।

ভিডিওতে তারা বলেছে এতদিন ধরে যত্ন করে নিজের ব্যক্তিত্বকে যেভাবে Musk পৃথিবীবাসীর কাছে তুলে ধরেছেন। সেই ব্যক্তিত্ব এখন ভুল প্রমাণিত হচ্ছে। আর তা হচ্ছে তার রিসেন্ট কিছু কর্মকান্ডের জন্য। অ্যানোনিমাস জানিয়েছে লোকজন এখন তাকে চিনতে পারছেন এমন একজন মানুষ হিসেবে যে শুধুমাত্র ধনী। আর মানুষের এটেনশন পাওয়ার জন্যই উদগ্রীব হয়ে থাকে। 

বলা হয়েছে পৃথিবী কে রক্ষা করার তার যে অঙ্গীকার সেটা আদতে তার সুপিরিওরিটি এবং সেভিয়ার কমপ্লেক্স। তারি সাথে বলা হয়েছে ইলন মাস্কের লিথিয়াম খনিতে কর্মরত অল্প বয়সী শিশুদের কথা। তারা এটাও বলতে ভোলেনি যে এই সমস্ত খনিগুলো অন্য দেশের লোকাল  প্রকৃতিকেও নষ্ট করছে। 

জেনে নিন : টুইটারের অল্টারনেটিভ Koo App লঞ্চ হয়ে গেল নাইজেরিয়াতেও, সুযোগের সদব্যবহার কাকে বলে শিখতে হবে Koo এর থেকে

এখানেই থেমে থাকেনি, তারা চূড়ান্ত সমালোচনা করেছে ইলন মাস্কের রিসেন্টলি করা কিছু টুইট কে। যে টুইটগুলো তিনি করেছিলেন ক্রিপ্টোকারেন্সি ওপর ভিত্তি করে। ইলন মাস্ক কে খোঁচা দিয়ে তারা বলতে ছাড়েনি যে তিনি সুপেরিয়রিটি কম্প্লেক্স ভুগছেন। এ বিষয়ে বলে রাখা ভালো যে সম্প্রতি তিনি নিজেকে এম্পেরোর অফ মার্স (Emperor of Mars) বলেছিলেন। সেই প্রসঙ্গ উল্লেখ করে তারা এই উক্তি করেছে।

এরই মধ্যে ইলন মাস্ক ক্রিপ্টোকারেন্সিকে ট্রল করতেও ছাড়েননি। তিনি বিটকয়েন (Bitcoin) কে ট্রল করেছেন। মাঝে জানিয়েছিলেন বিটকয়েনের মাধ্যমে পেমেন্ট একসেপ্ট করবে টেসলা। কিন্তু পরবর্তীকালে সেই দাবিকে নস্যাৎ করে দিয়েছেন তিনি নিজেই। যার ফলে টালমাটাল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল বিটকয়েনে। 

জেনে নিন : বাচ্চাদের জন্য স্মার্টওয়াচ নিয়ে চলে এল GoQii, নাম GoQii Smart Vital Junior Smartwatch, দেখে নিন এর স্পেসিফিকেশনস, দাম ও সমস্ত কিছু বিস্তারিত ভাবে

আর তাই হ্যাকার দল দাবি করেছে এইভাবে ক্রিপ্টোকারেন্সি ট্রল করার মধ্য দিয়ে তিনি ওয়ার্কিং ক্লাস (Working Class) কেই তিনি আদতে ট্রল করছেন। সব শেষে তারা জানিয়েছে যে এলন মাস্কের উপর তাদের নজর থাকবে।

সমস্ত কিছু মিলিয়ে অ্যানোনিমাসের মতো এমন বিখ্যাত হ্যাকিং গরুপের কাছ থেকে এই ভিডিও পাবলিশ করা হলেও এই সম্পর্কে Musk এর কোনো বিবৃতি পাওয়া যায়নি।