কিভাবে ডেস্কটপ ও স্মার্টফোনের গুগল সার্চে Dark Theme এনেবেল করবেন? অবশ্যই জেনেনিন আর চোখের যত্ন নিন

google search dark theme

গুগলের Android ও iOS সার্চ এপস এর জন্য ডার্ক থিম (Dark Theme) তো ছিলই। এবার খুব সম্প্রতি গুগল ডার্ক থিম নিয়ে এসেছে তাদের ডেক্সটপ ভার্সনের জন্য। নিঃসন্দেহে ডার্ক থিম অনেক সময়ই আমাদের চোখের ওপর স্ক্রিন গ্লেয়ারিং অনেকটাই কমিয়ে দেয়। ফলে আমাদের কাজ করতে সুবিধা হয় আর চোখও আরাম পায়। আজকের আর্টিকেলে আপনি জেনে যাবেন কিভাবে আপনি আপনার ডেস্কটপের গুগল সার্চে Dark Theme এনেবেল করবেন। 

ডেক্সটপের গুগল-সার্চে কিভাবে Dark Theme এনেবেল করবেন?

ডেস্কটপের গুগল-সার্চে ডার্ক থিম ব্যবহার করার জন্য প্রথমেই www.google.com-এ চলে যান। তারপর একদম ডান দিকে নিচে দেখুন সেটিংস (Settings) অপশন রয়েছে। তার ওপরে ক্লিক করুন। তারপরে সার্চ সেটিংস (Search Settings) অপশন পেয়ে যাবেন। প্রথমেই সেই অপশনে ক্লিক করার পর বাঁদিকে থাকবে অ্যাপিয়ারেন্স (Appearance) অপশন। এই অ্যাপিয়ারেন্স অপশনে ক্লিক করতে হবে। তারপর ডার্ক থিম (Dark Theme) অপশনটি সিলেক্ট করে নিন এবং নিচে ডান দিকে সেভ (Save) অপশনটিতে ক্লিক করে দিন। তাহলেই Dark Theme On হয়ে যাবে।

এইভাবে ডার্ক থিম যখন আপনি অন করে দেবেন তারপর থেকে www.google.com-এর ডান দিকে নিচে সেটিংস (Settings) অপশনের মধ্যেই আপনি এই ডার্ক থিম অন অথবা অফ করার অপশন পেয়ে যাবেন সরাসরি।  

জেনেনিন : সাবধান! ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ব্যবহার করলে এই কাজগুলি কখনই করবেন না, সচেতন থাকুন আর কষ্টার্জিত টাকা লোপাট হয়ে যাওয়া আটকান

নিঃসন্দেহে এই ডার্ক থিম খুবই সুবিধা প্রদান করবে আমাদের সকলকেই। আপনিও যদি আপনার ডেস্কটপে অত্যধিক বা অধিক সময় ধরে গুগল সার্চ ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই এই পদ্ধতিতে সেখানে Dark Theme অন করে নিন। 

কিভাবে আপনার স্মার্টফোনের গুগল সার্চে Dark Theme এনেবেল করবেন?

শুধুমাত্র এন্ড্রয়েড (Android) এর জন্যই নয়, আপনার আইওএস (iOS) স্মার্টফোনেও গুগল-সার্চ অ্যাপ্লিকেশনের এই Dark Theme এনেবেল করতে পারবেন। এটা করার জন্য প্রথমেই আপনার গুগল সার্চ অ্যাপ্লিকেশন ওপেন (Open) করে নিন। তারপর ডান দিকে ওপরে প্রোফাইল (Profile) আইকনটিতে ট্যাপ করুন। 

জেনেনিন : ভুল করে Gmail পাঠিয়ে ফেলেছেন? এইভাবে ফিরিয়ে নিয়ে আসুন, সমস্যা থেকে মুক্তি পান

তারপর সেটিংস (Settings) অপশন পেয়ে যাবেন। সেই অপশনে ট্যাপ করুন এবং তার উপরে ক্লিক করুন জেনারেল (General) অপশনে। একদম নিচের দিকে পাবেন থিম (Theme) অপশন। সেই অপশনটিকে ক্লিক করে ডার্ক (Dark) অপশনটি সিলেক্ট করে নিন। তাহলেই আপনার স্মার্টফোনের গুগল সার্চ এপ্লিকেশনেও এবার থেকে আপনি ডার্ক থিম ব্যবহার করতে পারবেন।