সদ্য লঞ্চ হওয়া Noise Buds VS303 TWS Earphone-এ পাওয়া যাচ্ছে দুর্দান্ত স্পেসিফিকেশন্স, দাম সহ সমস্ত কিছু বিস্তারিত ভাবে জেনেনিন এখানেই

Noise Buds VS303 TWS
Noise Buds VS303 TWS (Image : Noise)

আরও এক অসাধারণ TWS Earphone মুক্তি পেয়ে গেছে সদ্য সদ্য। ভারতের বাজারে লঞ্চ হয়ে গেল Noise Buds VS303 True Wireless Stereo Earphone। ইতিমধ্যেই যাবতীয় স্পেসিফিকেশন, দাম এবং সেল ডেট আমরা জানতে পেরেছি। চলুন এক নজরে জেনে নেওয়া যাক সমস্ত কিছু। 

Noise Buds VS303 স্পেসিফিকেশন্স কেমন?

এটি একটি অসাধারণ গ্রিপ যুক্ত এবং আরামদায়ক ফিট হওয়া Earphone। এর মধ্যে রয়েছে 13mm Drivers। এই Earphone টিতে রয়েছে Noise House Hyper Sync Technology। যা ভাল শব্দ এবং ভয়েস স্বচ্ছতা প্রদান করে বলে সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে। 

এটি ফুল চার্জ হতে সময় লাগে 1.5 ঘন্টা। সিঙ্গেল চার্জে এটি আপনি 6 ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন। একই সাথে এটি 24 ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাকের সুবিধা প্রদান করে। এছাড়াও এটিতে ব্যবহৃত হয়েছে USB Type-C Cable। এরই পাশাপাশি পাবেন Bluetooth v5 কানেক্টিভিটি সুবিধা।

Android এবং iOS স্মার্টফোন ব্যবহারকারীরা এটি নির্ভাবনায় ব্যবহার করতে পারবেন। একই সাথে এরমধ্যে ইনক্লুড রয়েছে Google Assistant এবং Siri Voice Assistant Support। 

জেনে নিন : সাবধান! ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ব্যবহার করলে এই কাজগুলি কখনই করবেন না, সচেতন থাকুন আর কষ্টার্জিত টাকা লোপাট হয়ে যাওয়া আটকান

এছাড়া উপস্থিত রয়েছে Touch Control ফিচার্স। চার্জিং কেস সমেত এর পরিমাপ এবং ওজন যথাক্রমে 62x62x34mm এবং 42.8 গ্রাম। অন্যদিকে ইয়ারবাডগুলির ওজন 4.3 গ্রাম।

দাম কত রাখা হয়েছে?

চলুন এবার জেনে নেওয়া যাক প্রোডাক্টের দামের ব্যাপারে। ভারতের বাজারে Noise Buds VS303 দাম নির্ধারণ করা হয়েছে 1,799 টাকা। এটি আপনি Jet Black এবং Space Blue এই দুটি কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন। 

ডিসকাউন্ট কেমন রয়েছে?

সেপ্টেম্বরের 21 তারিখ থেকে আপনি এটি অর্ডার করতে পারবেন। প্রোডাক্টটি Noise Website এবং Amazon প্লাটফর্মের মাধ্যমে গ্রাহকরা কিনে নিতে পারবেন। আপনি যদি একজন HSBC ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনি পেয়ে যাবেন ক্রেডিট কার্ডে অতিরিক্ত ডিসকাউন্ট। Amazon সাইটে আপনি পাবেন 5% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। 

কেমন লাগলো আপনার এই প্রোডাক্ট? তা আমাদের অবশ্যই জানাতে ভুলবেন না।