সাবধান! ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ব্যবহার করলে এই কাজগুলি কখনই করবেন না, সচেতন থাকুন আর কষ্টার্জিত টাকা লোপাট হয়ে যাওয়া আটকান

Credit Card Debit Card Security ShresthoTech

এখন ক্রেডিট কার্ড (Credit Card) এবং ডেবিট কার্ড (Debit Card) আমরা প্রায় সকলেই ব্যবহার করি। আর এই কার্ড ব্যবহারের সুবিধাও অনেক। একেক সময় দারুন সমস্ত ডিসকাউন্ট/অফার আমরা পেয়ে যায় এই কার্ডের জন্যই। তবে এই কার্ড থেকে বিপদ আসে না এমন নয়।

অনেক সময়ই সামান্য কিছু ভুলে আমাদের টাকাও সব লোপাট হয়ে যায়। তাই আপনিও যদি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ব্যবহার করেন, নিম্নলিখিত কাজ গুলি করা থেকে বিরত থাকুন। সচেতন থেকে আপনার টাকা বাঁচান।

ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করলে এই কাজগুলি একদমই করবেন না 

1। প্রথমত আপনার কার্ড ডিটেলস কখনোই কারোর সাথেই শেয়ার করবেন না। তিনি যত পরিচিত ব্যক্তিই হন না কেন, আপনার কার্ড ডিটেলস কারোর সাথে শেয়ার করা উচিত নয়।

2। আপনার স্মার্টফোনে কার্ড ডিটেলস সেভ করে রাখবেন না। দিনবদলের সাথে সাথে আমরা স্মার্টফোনের ব্যবহার বাড়িয়েই চলেছি। আর তার সাথে স্মার্টফোন থেকে হ্যাকিং এর পরিমাণও বেড়ে গেছে। তাই আপনার স্মার্টফোনে তথ্যাদি সেভ করে রাখলে সেগুলো লিক হয়ে যাবার সম্ভাবনা প্রবল।

3। শপিং করার সময় শপিং সাইটে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ক্রেডেনশিয়াল টাইপ করার পর সেটাকে সেভ করে রাখার অপশন দেয়। এই তথ্যাদি সেখানে সেভ করে রাখলে অল্প একটু সুবিধা পাওয়া যায় তা ঠিকই। কিন্তু সেগুলো থেকে বিপদ আসার সম্ভাবনাও প্রবলভাবে বেড়ে যায়।  তাই এমন ধরনের কাজ করা এড়িয়ে যাওয়াই শ্রেয়।

4। ভুল করেও আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না। এই ভুল করলে নিমেষের মধ্যে ফাঁকা হয়ে যেতে পারে আপনার একাউন্ট। 

জেনে নিন : ভুল করে Gmail পাঠিয়ে ফেলেছেন? এইভাবে ফিরিয়ে নিয়ে আসুন, সমস্যা থেকে মুক্তি পান

5। বহুদিন ধরে যদি একই পিন ব্যবহার করে চলেছেন তাহলে সচেতন হয়ে যান। নির্দিষ্ট সময় অন্তর পিন নাম্বার চেঞ্জ করা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের সিকিউরিটির জন্য প্রয়োজন। কোনরকম সন্দেহজনক ট্রানজাকশন দেখতে পেলে সঙ্গে সঙ্গে পিন চেঞ্জ করে নিতে ভুলবেন না। 

6। ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের পিছনে পিন নাম্বার লিখে রাখার বন্ধ করুন। বুঝতেই পারছেন সেই কার্ড একবার হারিয়ে গেলে পিন নাম্বার দেখেই সব টাকা তুলে নিতে পারবেন যেকোনো কেউ। তাই এই ধরনের কাজ করা থেকে সচেতন থাকুন।

7। বর্তমান সময়ে কন্টাক্টলেস ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড বাজারে এসেছে। যার কিছু নির্দিষ্ট দূরত্বের মধ্যে পিওএস (POS) ডিভাইস নিয়ে এলে অটোমেটিক ট্রানজেকশন কমপ্লিট হয়ে যায়। আপনার প্রয়োজন না থাকলে কার্ডের এই ধরনের অপশন বন্ধ করে রাখুন। এর জন্য অনেক সময়ই আপনার অসাবধানতায় যেকোনো পিওএস ডিভাইস আপনার Card-এর কাছে নিয়ে এলেই ট্রানজেকশন কমপ্লিট হয়ে যাবার সম্ভাবনা থেকে যায়। তাই সচেতন থাকাটাই প্রয়োজন।  

জেনে নিন : এইভাবে আপনার Android Smartphone কেও সিকিউর করে তুলুন, বিপদ থেকে বাঁচুন

তাই আপনি যদি ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড ব্যবহার করেন এই সমস্ত বিষয় গুলো অবশ্যই মেনে চলুন। কখনোই এই বিষয় গুলোকে অবজ্ঞা করবেন না।অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আর্টিকেলটি। তাদেরও সচেতন করে দিন, আর কষ্টার্জিত টাকা বাঁচান।

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook-এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।