খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে Realme-র একগুচ্ছ প্রোডাক্টস- Realme Narzo 50, Band 2, Smart TV Neo, জেনেনিন তাদের স্পেসিফিকেশন, দাম সমস্ত কিছু বিস্তারিত ভাবে

realme-products-lunch-date-specification-and-price

আগামী 24 সেপ্টেম্বর Realme সংস্থা ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে বেশ কিছু অসাধারন প্রোডাক্টস। যার মধ্যে রয়েছে Narzo 50 সিরিজের Realme Narzo 50A, Realme Narzo 50 এবং Realme Narzo 50 Pro স্মার্টফোন। 

একই সাথে লঞ্চ হবে Realme Smart TV Neo 32-Inch। এছাড়াও থাকছে Realme Band 2। চলুন জেনে নেওয়া যাক প্রোডাক্ট গুলির স্পেসিফিকেশন এবং দামের ব্যাপারে। 

Realme Narzo 50 সিরিজ ফিচার্স কেমন হতে চলেছে?

মনে করা হচ্ছে এই সিরিজের স্মার্টফোনের থাকতে পারে ARM Mali G52 GPU যুক্ত 12nm MediaTek Helio G85 Octa-Core SoC। একই সাথে রয়েছে Waterdrop-Style Notch Display। এছাড়াও সিকিউরিটি ফিচারস হিসেবে রয়েছে Fingerprint Sensor। ক্যামেরা হিসেবে উপস্থিত রয়েছে ট্রিপল ক্যামেরা। যেখানে আপনি পেয়ে যাবেন 50-Megapixel Main Camera, 2-Megapixel Portrait Camera এবং 2-Megapixel Macro Lens। আরও পাবেন Super Nightscape Mode।

এরই পাশাপাশি ইনক্লুড রয়েছে 6,000mAh Battery। যা 53 ঘন্টা অবধি Standby Time, 48 ঘন্টা পর্যন্ত Calling, 111 ঘন্টা Spotify, 26 ঘন্টা WhatsApp এবং 8 ঘন্টা গেমিং এক্সপেরিয়েন্স প্রদান করে। এছাড়াও 5% চার্জে Super Power Saving Mode ব্যবহার করলে 144 ঘন্টা Calling, 120 ঘন্টা WhatsApp এবং 2.6 দিন Standby Time ব্যাটারি পারফরম্যান্স পেয়ে যাবেন। যা রীতিমতো একটি বিশাল ক্লেইম। 

Realme Band 2-এর কেমন স্পেসিফিকেশন্স কেমন হতে চলেছে?

আমরা জানি ইতিমধ্যেই Malaysia-তে লঞ্চ হয়ে গেছে Realme Band 2। এর মধ্যে আপনি পেয়ে যাবেন 1.4-Inch Touch Display। একই সাথে পাবেন 50 Personalised Dial Faces, Heart-Rate Monitoring। এছাড়াও রয়েছে Blood Oxygen লেভেল ট্র্যাক করার সুবিধা। আরও পাবেন 90 টি Sports Mode এবং 50 মিটার পর্যন্ত Water Resistant-এর সুবিধা।

জেনেনিন : সাবধান! ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ব্যবহার করলে এই কাজগুলি কখনই করবেন না, সচেতন থাকুন আর কষ্টার্জিত টাকা লোপাট হয়ে যাওয়া আটকান

এরই পাশাপাশি রয়েছে Bluetooth v5.1 Support। ব্যাটারি হিসেবে পাবেন 204mAh Battery। যা সিঙ্গেল চার্জে আপনি 12 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন।  এখানেই শেষ নয়। এর সাথেই লঞ্চ করে দেওয়া হবে Smart TV Neo 32-Inch। তবে এখনো পর্যন্ত এই Smart TV Neo 32-Inch সম্বন্ধে সংস্থার তরফ থেকে কোনো তথ্য জানানো হয়নি। চলুন এবার জেনে নেওয়া যাক প্রোডাক্ট গুলির দামের ব্যাপারে। 

দাম কত রাখা হয়েছে?

Malyesia-টে লঞ্চ হয়ে Realme Band 2 এর দাম MYR 139 অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা প্রায় 2,500 টাকা। তাই এর দাম আমাদের দেশে এর আসে পাশেই থাকবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে Realme Narzo 50 সিরিজের স্মার্টফোন এবং Smart TV Neo 32-Inch দাম সংস্থার তরফ থেকে প্রকাশ করা হয়নি। সম্ভবত লঞ্চের পরই এই প্রোডাক্ট গুলোর দাম আমরা জানতে পারবো। উল্লেখিত প্রোডাক্টগুলি নিয়ে আমরা সকলেই খুব এক্সাইটেড। কি ভাবছেন আপনি Realme-র নতুন প্রোডাক্ট গুলি সম্বন্ধে? তা আমাদের জানাতে ভুলবেন না।