সম্প্রতি জেনারেশন জেডের কাছে ফিটনেস ব্যান্ড (Fitness Band) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্যাজেট। আর হবে নাই বা কেন! দুর্দান্ত সব স্পেসিফিকেশন্স পাওয়া যায় যেগুলো নানান ভাবে আমাদের সাহায্য করে থাকে।
তাই এই ফিটনেস ব্যান্ড কেনার আগে আমাদের মনে নানান প্রশ্ন এসে থাকে। কোন ফিটনেস ব্যান্ড ভালো? কোন ফিটনেস ব্যান্ডে ভালো স্পেসিফিকেশন্স আছে ইত্যাদি?
আপনিও যদি Smart Band এর প্রতি আগ্রহী হন তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজ আপনাদের জানাতে চলেছি বেশকিছু অসাধারণ Fitness Band সম্পর্কে। ফিটনেস ব্যান্ড নেবার আগে এই অপশন গুলি অবশ্যই দেখেনিন।
চলুন এক নজরে দেখে নেওয়া যাক সেই সমস্ত অসাধারণ Fitness Band গুলি!
Table of Contents
অসাধারণ কিছু ফিটনেস ব্যান্ড –
আজকের আর্টিকেলে যে ফিটনেস ব্যান্ড গুলির ব্যাপারে আপনাকে জানাব সেগুলি এক কথায় অসাধারণ। দামের সাথে সাথে এদের ফিচারসও ভিন্ন। তাই অবশ্যই আগে ভাল করে জেনে নিন তার পর কিনুন।
Mi Smart Band 5
Mi Smart Band 5-এ আপনি পেয়ে যাবেন 126×294 রেজুলেশন সম্পন্ন 1.1 ইঞ্চি অসাধারণ ডিসপ্লে। সাথে থাকছে Singel Touch Button। এরই সাথে এটিতে পাবেন 512 KB RAM ও 16 MB ROM। এটিতে Android 5.0 এবং iOS 10.0 সিস্টেম রিকোয়ারমেন্টস রয়েছে।
এর মধ্যে রয়েছে 125 mAh এর ব্যাটারি। যেটি চার্জ হতে সময় নেয় 2 ঘন্টা এবং 2 সপ্তাহ স্ট্যান্ডবাই ব্যবহারের সুবিধা প্রদান করে। এছাড়াও এটিতে 11 টি প্রফেশনাল স্পোর্টস মোডস রয়েছে।
এরই সাথে এর মাধ্যমে আপনি মিউজিক কন্ট্রোল, ক্যামেরা কন্ট্রোল, কল এলার্ট, app এলার্ট সহ আপনার মোবাইলের নানান কার্যকলাপ করতে পারবেন। এটির ওজন মাত্র 11.9 গ্রাম। অর্থাৎ হাতে পড়ে থাকা অবস্থায় ভারী মনে হবেনা আপনার।
জেনে নিন : 15000 টাকার মধ্যে সবথেকে ভালো স্মার্টফোন কোন গুলি ?
তবে খুব শীঘ্রই লঞ্চ করা হতে চলেছে Mi Smart Band 6। খুব তাড়াতাড়ি না থাকলে আর কয়েকটা দিন ওয়েট করে যান। এর মধ্যেও দারুন সব স্পেসিফিকেশন্স থাকবে। বর্তমানে Mi Smart Band 5-এর দাম জেনেনিন এখানে।
Realme Band
Realme এই স্মার্টব্যান্ডটিতে রয়েছে 80×160 রেজুলেশন সম্পন্ন 0.96 ইঞ্চি ডিসপ্লে। IP68 এর উপর নির্ভর করে এই স্মার্ট ব্যান্ড তৈরি করা হয়েছে। এরই সাথে এটিতে রয়েছে 3-axis অ্যাক্সেলেরোমিটার ও হার্ট রেট সেন্সর এর সুবিধা।
একই সাথে এটিতে আপনি পেয়ে যাবেন 9 টি স্পোর্টস মোডস। এরই সাথে রয়েছে Android 5.0+ কানেক্টিভিটি সুবিধা। এছাড়াও রয়েছে 90 mAh এর ব্যাটারি যেটি 9 দিনের stand-by টাইম দেবে। এই স্মার্ট ব্যান্ডটি ফুল চার্জ হতে সময় নেয় 2 ঘণ্টা।
এটির ওজন 20 গ্রাম। বর্তমানে এটির দাম জেনেনিন এখানে।
OnePlus Band
এই Fitness Band টিতে আপনি পেয়ে যাবেন 126×294 পিক্সেলস সম্পন্ন 1.1 ইঞ্চি AMOLED Display। সাথে থাকছে অ্যাডজাস্টেবল ব্রাইটনেসের সুবিধা। এটিতে আপনি পেয়ে যাবেন 3-axis এক্সেলেরোমিটার ও gyroscope।
এরই সাথে এটিতে পেয়ে যাবেন 12 টি Exercise modes। Ip68 এর উপর নির্ভর করে এই Band টি তৈরি করা হয়েছে। এটিতে আপনি পেয়ে যাবেন 100 mAh এর ব্যাটারি, যা 14 দিন আপনি নির্ভাবনায় ব্যবহার করতে পারবেন।
এরই সাথে এটিতে হিন্দি, ইংরেজি ও চাইনিজ এই তিনটি সিস্টেম ল্যাঙ্গয়েজ এর সু-সুবিধা রয়েছে। Android 6.0 এটিতে উপলব্ধ রয়েছে। এটিতে 50 মিটার পর্যন্ত water resistance প্রযোজ্য।
বর্তমানে এটির দাম জেনেনিন এখানে।
নিঃস্বন্দেহে ফিটনেস ব্যান্ড হিসাবে এগুলি দারুন অপশন হবে আপনার জন্য। অবশ্যই এগুলি ব্যবহার করুন আর আপনার ফিটনেসের প্রতি রাখুন নিখুঁত খেয়াল।
সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।