মাত্র কয়েকদিন আগেই শাওমির তরফ থেকে চীনের বাজারে লঞ্চ করে দেওয়া হয়েছিল Mi 11 Ultra স্মার্টফোনকে। এবার এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে। লঞ্চ করা হবে এপ্রিল মাসের 23 তারিখে।
স্মার্টফোনটির মধ্যে দারুন স্পেসিফিকেশনস রয়েছে। চলুন এই স্মার্টফোনের সমস্ত কিছু জেনে নেওয়া যাক। তার সাথে এর সম্ভাব্য দাম কত হতে পারে সেটাও জেনে নেব আমরা।
Mi 11 Ultra স্পেসিফিকেশন্স-
Mi 11 Ultra তে আপনি পেয়ে যাবেন 6.81 ইঞ্চির 2K Amoled Display। এর মধ্যে থাকছে 120 Hz এর রিফ্রেশ রেট। পাবেন 480 Hz এর টাচ স্যাম্পলিং রেট। তার সাথে থাকছে গরিলা গ্লাস ভিক্টস এর প্রটেকশন। অপবেন 1700 nits এর ব্রাইটনেস।
এর মধ্যে পাবেন 5000mAh ম্যাসিভ ব্যাটারি এবং 67W এর ফাস্ট wired এবং wireless চারজিং সাপোর্ট। থাকবে Qualcomm Snapdragon 888 চিপসেট। স্মার্টফোনের আরেকটি উল্লেখযোগ্য বিষয় হল রিয়ার ক্যামেরার সাথে ছোট্ট একটি 1.1 ইঞ্চির ডিসপ্লে পেয়ে যাবেন। যার সাহায্যে রিয়ার ক্যামেরা ব্যবহার করেও সেলফি ক্যাপচার করতে পারবেন খুব সহজেই। আর তার সাথে 50MP প্রাইমারি ক্যামেরা থাকছে। পাবেন 48 মেগাপিক্সেল এর টেলিফটো ক্যামেরা যেটাকে আপনি 120X ডিজিটাল জুম, 5X অপটিক্যাল জুম ও 10X হাইব্রিড জুম করতে পারবেন। পাবেন 48 মেগাপিক্সেল ওয়াইড অ্যাংগেল লেন্স। সেলফি ক্যামেরা হল 20 মেগাপিক্সেলের।
এই বিষয়ে Xiaomi আজই Tweet করে জানায়। দেখেনিন Xiaomi-র করা টুইটটি-
Mi 11 Ultra স্মার্টফোনের দাম কত হতে পারে?
তিনটি ভেরিয়েন্ট এই স্মার্টফোন চীনের বাজারে পাওয়া যাচ্ছে- 8GB-256GB ভেরিয়েন্ট, 12GB-256GB ভেরিয়েন্ট ও তারি সাথে 12GB-512GB ভেরিয়েন্ট। 8GB-256GB ভেরিয়েন্ট এর দাম ভারতীয় মুদ্রায় প্রায় 67,000 টাকা। 12GB-256GB ভ্যারিয়েন্টের দাম ভারতীয় মুদ্রায় 72,500 টাকা মত এবং তার সাথে 12GB-512GB ভ্যারিয়েন্টের দাম ভারতীয় মুদ্রায় 78,100 টাকা মত।
যদিও ভারতে অফিশিয়ালি Mi 11 Ultra স্মার্টফোনটির প্রাইস সম্পর্কে কোনো কিছু ঘোষণা করা হয়নি এখনও। তবে মনে করা হচ্ছে খুব শীঘ্রই এই বিষয়ে আমরা জানতে পারবো।
সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।