ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া (Battlegrounds Mobile India) কি ব্যান হয়ে যাবে? এটাই এখন কোটি টাকার প্রশ্ন। ইতিমধ্যেই দেশে গেমটি pre-registration শুরু হয়ে গেছে। কুড়ি মিলিয়নের উপর প্রি-রেজিস্ট্রেশন হয়ে গিয়ে রেকর্ড করে ফেলেছে গেমটি অলরেডি। মাত্র কিছুক্ষণ আগেই Google Play Store-এ গেমটির অফিসিয়াল বিটা টেস্টিংও শুরু করে দেওয়া হয়েছে।
তারই মাঝে শীঘ্রই গেমটি লঞ্চ হবার সম্ভাবনাও প্রবল। সমস্ত হিন্টস দেখে তাই মনে হচ্ছে। আর এরই মধ্যে নতুন এক তথ্য উঠে এলো। এবার এই তথ্য উঠে এল দেশের IT Minkstry-র কাছ থেকেই।
Battlegrounds Mobile India কি ব্যান হয়ে যাবে?
গৌরব ত্যাগী নামের একজন টুইটার ইউজার তিনি একটি আরটিআই (RTI) করেছিলেন এই বিষয়ে জানার জন্য। তার প্রশ্ন ছিল একটাই ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া (Battlegrounds Mobile India) কি ব্যান হয়ে যেতে পারে ভারতে?
সেই বিষয়ে এবার তার উত্তর দিলেন আইটি মিনিস্ট্রি। সেই RTI এর উত্তরে IT Ministry জানিয়েছে যে অফিশিয়াল রিলিজের আগে এই গেমটি কোন মতেই ব্যান করা সম্ভব নয়।
তবে তার সাথে এটাও বলা হয়েছে Information Technology Act, 2000 এর 69A ধরা অনুযায়ী এই গেম কে ব্যান করে দেওয়া হতে পারে। ঠিক যেমন হয়েছিল পাবজি মোবাইল (PUBG Mobile) এর ক্ষেত্রে। তবে সেটা তখনই সম্ভব যখন এই গেম কে অফিসিয়ালি রিলিজ করা হবে আমাদের দেশে।
তারি সাথে IT Ministry থেকে এটাও জানাতে ভোলা হয়নি যে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির (Ministry of Electronics and Information Technology) কোন হাত নেই পাবজি বা এই ধরনের গেম বা App কে দেশে প্রবেশের অনুমতি দেওয়াতে।
এই তথ্য দেখে একটা বিষয়ে সঠিক ভাবেই বলা যাচ্ছে যে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়াকে দেশে লঞ্চ করা সম্ভব হবে নিশ্চিতভাবেই। তাতে কোন সমস্যা নেই। খুব শীঘ্রই হয়তো লঞ্চ করে দেওয়াও হবে এই গেমকে।
কিন্তু এই বহুপ্রতিক্ষিত গেমটি যে ব্যান হবে না এমনটা কোথাও বলা নেই। অর্থাৎ লঞ্চের পরও যে কোন মুহুর্তে এই গেমের ব্যান হয়ে যাবার সম্ভাবনা থেকেই যাচ্ছে।