শুরু হয়ে গেল Battlegrounds Mobile India-র Beta Testing, জেনেনিন বিস্তারিত

battlegrounds mobile india beta testing begins on google play store for android users

অপেক্ষা ছিল বহুদিনের এই নিয়ে সবাই এক্সাইটেড ছিল রীতিমতো। এবার হল সে অপেক্ষার আংশিক অবসান। শুরু হয়ে গেল ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার (Battlegrounds Mobile India) বিটা টেস্টিং (Beta Testing)। আর প্রত্যাশা মতোই এন্ড্রয়েড প্ল্যাটফর্ম এর জন্য গেমটির বিটা ভার্সন গুগল প্লে স্টোরে উপলব্ধ করে দেওয়া হয়েছে। 

আজ থেকে শুরু হয়ে গেল Battlegrounds Mobile India-র Beta Testing

Krafton এর তরফ থেকে এই বিষয়ে ঘোষণা করে দেয়া হয়েছে। ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও এই বিষয়ে বিস্তারিত পোস্ট করে দেওয়া হয়েছে। আপনি এই মুহুর্তে গেমটির বিটা ভার্সান খেলতে পারবেন একজন বিটা টেস্টার হিসাবে। তার সাথে এর মধ্যে কি বাগস (Bugs) রয়েছে বা কোন ধরনের সমস্যা হচ্ছে তা রিপোর্ট করতে পারবেন।

তবে নিশ্চিতভাবে বলা যায় বিটা ভার্সন হতে পারে আনস্টেবল। অর্থাৎ ভালো এক্সপেরিয়েন্স না পাওয়ার সম্ভাবনাই বেশি বিটা টেস্টিংয়ে। তবে আপনি আপনার ফিডব্যাক শেয়ার করতে পারবেন ব্যাকগ্রাউন্ড ইন্ডিয়ার সাথে ইমেইলের মাধ্যমে।

কবে রিলিজ হচ্ছে গেমটি?

পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী বলা যায় Beta Testing শুরু হওয়ার কয়েক দিন পর এই গেমটি অফিসিয়াল রিলিজ করা হতে পারে। কারণ একটাই, বিটা টেস্টিংয়ের মধ্যে যে সমস্ত সমস্যা গুলো খুঁজে পাওয়া যায়। বা যে সমস্ত বাগস থাকে সেগুলো কে পরবর্তীকালে ফাইনাল স্মুথনিং করা হয়।

জেনেনিন : Battlegrounds Mobile India খেলতে গেলে প্রয়োজন হবে OTP অথেন্টিকেশনের, জেনেনিন সমস্ত নিয়ম

সেই সমস্যা মেটানোর পর সব শেষে রিলিজ করা হয় অফিশিয়ালী সেই গেম কে। যাতে রিলিজের পর এ বিষয়ে সমস্যা না পড়তে হয় সকলকে। তাই মনে করা হচ্ছে হয়তো কয়েকদিন পরই এই গেম অফিসিয়ালি লঞ্চ করা হবে। 

বিটা টেস্টার কিভাবে করা হচ্ছে?  

নিঃসন্দেহে এটা খুশির খবর হলেও, এর মধ্যে একটা খারাপ খবর রয়েছে। আইটি মিনিস্ট্রির তরফ থেকে জানানো হয়েছে এই ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া কে ব্যান করে দেওয়া হতে পারে কিনা। বহুদিন পর অপেক্ষার অবসান হলেও অনেক ইউজার বিটা টেস্টার হতে পারছেন না বলে ফ্রাস্ট্রেটেড। তবে একটা কথা জানিয়ে রাখা ভাল বিটা টেস্টিংয়ের নির্দিষ্ট কিছু স্লট থাকে। 

তাই সেই স্লট অ্যাভেলেবল থাকলেই আপনি এই গেমটি ডাউনলোড করে এখন খেলতে পারবেন। স্লট পূরণ হয়ে গেলে আপনার সুযোগ পাওয়ার কোন প্রশ্নই ওঠে না। তবে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এভেলেবেল করে দেওয়া হবে আরও স্লট। তাই অবশ্যই গুগল প্লে স্টোরে চলে যান এখনই। দেখুন আপনি এই গেমটির বিটা ভার্সানকে ইন্সটল করতে পারেন কিনা!