অ্যাপেলের আপকামিং ইভেন্টস সম্পর্কে অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট করার আগেই তাদের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সিরি সেই ইভেন্টের ডেট ফাঁস করে দিয়েছিল। সেই ঘটনার পরই Apple ঘোষণা করে দিয়েছে তাদের আপকামিং ইভেন্ট সম্পর্কে। যাবতীয় তথ্য অনুযায়ী এই ইভেন্ট হতে চলেছে এপ্রিলের 20 তারিখে। ভারতীয় সময় রাত 10:30 থেকে এই ইভেন্ট দেখা যাবে তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে Live Streaming এর মাধ্যমে। এই ইভেন্টের নাম তারা দিয়েছে Apple Spring Loaded ইভেন্ট।
কি কি প্রোডাক্ট লঞ্চ হতে চলেছে Apple Spring Loaded ইভেন্টে?
প্রতিবছরই অ্যাপেল মার্চ মাসে তাদের এক ইভেন্ট করে। যেখানে তাকে নতুন iPad, Macbook অথবা এই ধরণের প্রোডাক্টস ইন্ট্রোডিউস করে সবার সামনে। তবেই বছর কোন প্রোডাক্ট লঞ্চ হবে সেই সম্পর্কে Apple এর তরফ থেকে বিস্তারিত কোন আপডেট এখনো পর্যন্ত পাওয়া যায়নি। মনে করা হচ্ছে নতুন iPad Pro মডেল লঞ্চ করা হতে পারে। যার মধ্যে থাকবে Mini LED ডিসপ্লে।
জেনে নিন : COVID19 পরিস্থিতির সুযোগ নিয়ে বাড়ছে WhatsApp স্ক্যাম, ফাঁদে পা দেবেন না
এছাড়াও লঞ্চ হতে পারে AirPods 3 আর Apple TV। তাছাড়া iMac এর নতুন ডিজাইন আসতে পারে এই ইভেন্টে। তার মধ্যে থাকতে পারে স্লিম বেজেলস। থাকতে পারে Apple এর ট্রেকিং ডিভাইস AirTags। সমস্ত কিছু মিলিয়ে Apple এর বাজার রীতিমতো সরগরম। Apple লাভারদের মধ্যেও উত্তেজনার শেষ নেই এই ইভেন্ট সম্পর্কে। ইউটিউবে এই ইভেন্ট দেখতে নিচের ভিডিওতে ক্লিক করে Set Reminder করে রাখতে পারেন।
এই ইভেন্টে Apple তাদের ঝুলি থেকে কি নিয়ে আসে সকলের জন্য তার রহস্য উদঘাটনের জন্য আমাদের অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েকটা দিন।
সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।