এবার Siri ফাঁস করে দিল অ্যাপেলের আপকামিং ইভেন্ট সম্পর্কে এই গোপন তথ্য, হতবাক নেটদুনিয়া

apple event date exposed by siri

এতদিন পর্যন্ত নিজেদের কোন প্রোডাক্ট লঞ্চ এর আগে থেকেই অ্যাপেল (Apple) তাদের মিডিয়া পার্টনারদের ইনভাইটেশন পাঠাতে শুরু করে দিত। সেটা থেকেই আমরা জানতে পারতাম তাদের ইভেন্ট সম্পর্কে বেশ কিছু তথ্য। কিন্তু এবার ব্যাপারটা সম্পুর্ন উল্টো ঘটে গেছে।

এখনও পর্যন্ত অ্যাপেল অফিশিয়ালি কোন খবর ঘোষণা না করলেও তাদের আপকামিং লঞ্চ ইভেন্ট সম্পর্কে এবার বেফাঁস মন্তব্য করে ফেলল তাদেরই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট (Virtual Assistant) সিরি (Siri)।  

ঠিক কি বলছে Siri?

সিরিকে এখন যদি জিজ্ঞাসা করা হয় অ্যাপেলের নেক্সট ইভেন্ট কবে। অর্থাৎ পরবর্তী অ্যাপেল ইভেন্ট (Next Apple Event) কবে। তাহলে সে উত্তর দিচ্ছে “The special event is on Tuesday, April 20, at Apple Park in Cupertino, CA. You can get all the details on Apple.com.”

অর্থাৎ “অ্যাপেলের পরবর্তী স্পেশাল ইভেন্ট ঘটতে চলেছে মঙ্গলবার, এপ্রিলের কুড়ি তারিখে, কিউপার্টিনোর অ্যাপেল পার্ক, ক্যালিফোর্নিয়াতে। এই  ইভেন্ট সম্পর্কিত যাবতীয় ডিটেইলস আপনি পেয়ে যাবেন apple.com এ।” অর্থাৎ এর মাত্র কয়েকদিন পরেই ঘটতে চলেছে এই ইভেন্ট। 

আমরা আইপ্যাডে সিরিকে ট্রিগার করে এই তথ্যটা যাচাই করে দেখেছি। সেখানেও সেই একই রেসপন্স করেছে সিরি। যদিও এখনও পর্যন্ত অ্যাপেল এর তরফ থেকে অফিশিয়াল কোনরকম এনাউন্সমেন্ট করা হয়নি। তাই অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট এর আগেই সিরির এই ঘোষণা হতবাক করে দিয়েছে ইন্টারনেট দুনিয়াকে। 

জেনে নিন : COVID19 পরিস্থিতির সুযোগ নিয়ে বাড়ছে WhatsApp স্ক্যাম, ফাঁদে পা দেবেন না

পূর্ববর্তী অভিজ্ঞতা অনুযায়ী আমরা জানতে পারি মোটামুটি সাত দিন আগে থেকে Apple তাদের মিডিয়া পার্টনারদের বা অন্যান্য সকলকে তাদের ইভেন্টের ইনভিটেশন পাঠাতে থাকে। অর্থাৎ হয়তো আজই এই বিষয়ে বিস্তারিত ঘোষণা করে জানানো হবে। 

কি কি প্রোডাক্ট লঞ্চ হতে পারে এই Apple ইভেন্টে?

মনে করা হচ্ছে আপেলের এই স্পেশাল ইভেন্টে লঞ্চ করা হতে পারে নতুন 12.9 ইঞ্চির আইপ্যাড প্রো (iPad Pro) মডেল। যার মধ্যে থাকতে পারে Mini LED ডিসপ্লে টেকনোলজি। যেটা নিয়ে অ্যাপেল ফ্যানদের মধ্যে উত্তেজনাও অত্যন্ত রকমের বেশি। 

তারই সাথে আবার মনে করা হচ্ছে নতুন আইপ্যাডে ক্যামেরা বিষয়ক চমকও থাকবে। তবে সেই বিষয়ে এখনো কোনো রকম অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা পাইনি অ্যাপেল এর তরফ থেকে। আর তাছাড়া এই ইভেন্টে আমরা পেতে পারি AirTag এর মত বহু প্রতীক্ষিত ট্র্যাকিং ডিভাইস। 

তবে সমস্ত কিছু মিলিয়ে রীতিমতো অ্যাপেলের বাজার রীতিমতো সরগরম। এবার সিরির এই বেফাঁস মন্তব্য অনিচ্ছাকৃত ত্রুটি নাকি Apple এর মার্কেটিং গিমিক সেটা সময়ই বলে দেবে। 

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।