Google Maps এর জন্য ভুল মহিলাকে বিয়ে করে ফেলছিলেন ইন্দোনেশিয়ার বর, হাসির রোল নেটদুনিয়ায়

google maps shows wrong wedding destination to indonesian groom

ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার লোহরি হ্যামলেট নামে একটি জায়গায়। ছিল মারিয়া উলফা ও বুহান সিদ্দিকীর বিবাহ অনুষ্ঠান। আর সেখানেই তাড়াহুড়ো করে গুগল ম্যাপসের সাহায্য নিয়ে কনের বাড়ি পৌঁছাতে গিয়ে ভুল করে বসেন বরযাত্রী। সেই একই গ্রামে বিয়ে ও এনগেজমেন্টের আলাদা আলাদা দুটি অনুষ্ঠান ছিল। 

লোহরি হ্যামলেটে যাওয়ার পরিবর্তে বরযাত্রী পৌঁছে যায় পাশেই থাকা জেঙ্কল হ্যামলেটে। গুগল ম্যাপসে ভুল জায়গা টাইপ করাই হোক বা অন্য কোনো সমস্যাই হোক। তাড়াতাড়িতে সেই ভুল বুঝতে না পেরে  বরযাত্রী পৌঁছে যায় আলাদা অনুষ্ঠানে। 

জেনে নিন : ফিটনেস ব্যান্ড নিতে চাইছেন? দেখেনিন অল্প দামে বেস্ট ফিটনেস ব্যান্ডের হদিস

কনের বাড়ি থেকেও তাদের আপ্যায়ন করতে শুরু করে দেওয়া হয়। তাদের খাওয়া-দাওয়ার ব্যবস্থাও করে দেওয়া হয়। ভুল ভেঙে যায় তার কিছুক্ষণ পরেই। যখন কনে দেখেন বরযাত্রীদের মধ্যে একজনও তার চেনা নেই। সকলেই অচেনা। আর তখনই হাসিতে ফেটে পড়েন সকলে। তখন বরযাত্রীরা বেরিয়ে আসতে থাকেন সেই ভুল বিবাহ অনুষ্ঠান থেকে। ইন্টারনেটে সেই ভিডিওই এখন ভাইরাল। 

দেখেনিন সেই ভিডিওটি-

নিঃস্বন্দেহে গুগল ম্যাপস দারুন একটি সার্ভিস। কিন্তু অন্যান্য সমস্ত সার্ভিসের মতোই একেও ব্যবহার করতে গিয়ে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হয়। নাহলে তার ফল কি হতে পারে তা আমরা দেখতেই পাচ্ছি। এর আগেও আমরা দেখেছিলাম গুগল ম্যাপসে দেখানো পথ ধরে তাড়াতাড়ি বাড়ি ফিরতে গিয়ে ঠান্ডায় জমে মারা গিয়েছিলেন রাশিয়ার এক তরুন। খুবই দুঃখজনক ঘটনা ছিল সেটা। এই রকম নিদর্শনের অভাব নেই। তাই সাবধান ভাবেই গুগল ম্যাপস ব্যবহার করুন। আপনিও কি গুগল ম্যাপস ব্যবহার করতে গিয়ে এমন সমস্যার সম্মুখীন হয়েছিলেন কখনো? আমাদের জানাতে ভুলবেন না। 

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।