এখন বিভিন্ন ধরনের স্ক্যাম ইন্টারনেট ইউজারদের জীবন একেবারে দুর্বিষহ করে তুলছে। তারই মধ্যে এই পরিস্থিতিতে নিয়ে COVID19 নিয়ে এক ধরণের WhatsApp স্ক্যাম সবাইকে হতবাক করে তুলেছে। কিভাবে ঘটানো হচ্ছে এই স্ক্যাম জেনে নিন বিস্তারিত ভাবে ও সাবধান থাকুন।
কিভাবে ঘটানো হচ্ছে এই WhatsApp COVID19 স্ক্যাম?
রিসেন্ট এক স্ক্যামে দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এক ব্যানার ভাইরাল করে দেওয়া হয়েছে। সেখানে বলা হচ্ছে এবার থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই COVID19 ভ্যাকসিনেশনের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে।
সেখানে একটা নির্দিষ্ট নাম্বারও দেওয়া রয়েছে সেই নাম্বারটা হলো 9745697456। বলা হচ্ছে এই WhatsApp নাম্বারে একটি Hi লিখে পাঠাতে। পরবর্তীকালে সেই নাম্বারেই আপনার আধার নাম্বার এবং তার সাথে যে জায়গায় আপনি ভ্যাকসিন নিতে চাইছেন সেই এলাকার পিন নম্বর যদি পাঠান। তাহলে সেই নির্দিষ্ট এলাকায় হসপিটালে ভ্যাকসিনেশনের জন্য অ্যাপোয়েন্টমেন্ট আপনার বুক হয়ে যাবে।
এই বিষয়ে ফেক নিউজ ছড়িয়ে ব্যানারটি ভাইরাল হয়েছে। সেই ব্যানারে আরও বেশকিছু টোপ দেওয়া রয়েছে। যেখানে বলা হচ্ছে চারজনের জন্য একসাথে আপনি ভ্যাক্সিনেশন সেশন বুক করতে পারবেন। তার সাথে এই নাম্বারটি CoWin অ্যাপ্লিকেশনের সাথে ইন্টিগ্রেটেড এমনও লেখা রয়েছে। বলা হচ্ছে কোনো রকম ঝামেলা ছাড়াই ভ্যাক্সিনেশন সেশন বুক করুন।
জেনে নিন : Free Fire সম্পর্কে এই হতবাক করা তথ্যগুলি জানেন কি? ফ্রি ফায়ার অজানা কাহিনী
PIB-র তরফ থেকে এই বিষয়ে ফ্যাক্ট চেক করে জানানো হয়েছে যে এটি সম্পূর্ণ ভাবেই একটি স্ক্যাম। তার সাথেই সকলকে সাবধান করে দেওয়া হয়েছে এইরকম ফাঁদে না পড়তে। তারা এটাও জানিয়েছেন যে ভ্যাকসিনেশন এর জন্য রেজিস্ট্রেশন সম্ভব শুধুমাত্র CoWin পোর্টালের মধ্যে দিয়ে। তার সাথে আপনি আরোগ্য সেতু অ্যাপ্লিকেশনও ব্যবহার করে ভ্যাকসিনেশনের জন্য রেজিস্ট্রেশন করতে পারেন। তাই সচেতন হয়ে যান। সাবধান থাকুন।
দেখেনিন PIB এর করা টুইট টি-
এরকম কোন হোয়াটসঅ্যাপ ফরোয়ার্ড যদি আপনার কাছে আসে। তাহলে সাবধান হয়ে যান। না জেনে আপনার আধার নম্বর, পিন ইত্যাদি কারোর সাথে শেয়ার করবেন না। এতে আপনার নিজেরই বিপদ ডেকে আনা হবে।
সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।