হোয়াটসঅ্যাপ প্রতিনিয়ত তাদের ইউজারদের জন্য নিত্য-নতুন আপডেট নিয়ে আসে। নিয়ে আসে নতুন নতুন ফিচারস। এবার রমজান মাস উপলক্ষে হোয়াটসঅ্যাপ তাদের ইউজারদের জন্য ইন্ট্রোডিউস করে দিল নতুন স্টিকারস (New Ramadan WhatsApp Stickers)। আপনি খুব সহজেই স্টিকার গুলো ব্যবহার করে আপনার বন্ধুদের এই পবিত্র রমজান মাস উপলক্ষে আপনার মনের ভাব প্রকাশ করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রমজান মাসের স্টিকার গুলো কে ব্যবহার করতে পারবেন আপনি হোয়াটসঅ্যাপে!
কীভাবে হোয়াটসঅ্যাপে রমজান মাসের স্টিকার গুলো ব্যবহার করতে পারবেন –
হোয়াটসঅ্যাপে রমজান মাসের স্টিকার গুলো ব্যবহার করতে পারবেন খুব সহজেই। হোয়াটসঅ্যাপে রমজান মাসে স্টিকার গুলোকে ব্যবহার করার জন্য প্রথমেই আপনার আপনার হোয়াটসঅ্যাপ কে Update করে নিন। তারপর যেকোনো একটা হোয়াটসঅ্যাপ চ্যাটে (WhatsApp Chat) প্রবেশ করুন। তারপর ইমোজি (Emoji) আইকনে ক্লিক করুন।
ইমোজি আইকনে (Emoji Icon) ক্লিক করলে আপনি তিনটি অপশন পেয়ে যাবেন। সেগুলি হল- Emoji, GIF এবং তার সাথে Sticker। এই Sticker অপশনটিতে ক্লিক করুন। তারপর ওপরে + আইকন একটা দেখতে পারবেন ডানদিকে। সেটার উপর ক্লিক করুন। তাহলেই নতুন স্টিকার প্রোফাইল খুলে যাবে। সেখানে Ramadan Mubarak Stickers পেয়ে যাবেন।
সিম্পলি সেই স্টিকার প্যাকটি Download করে নিন। আর ব্যবহার করতে থাকুন। প্যাকটির মধ্যে নানান ধরনের স্টিকার্স পেয়ে যাবেন। সেগুলি এই রামজান উপলক্ষে আপনার নানান মনের ভাব প্রকাশ করবে। হোয়াটসঅ্যাপের এই স্টিকার্স অপশন বেশ কিছুদিন ধরেই ইউজারদের মন মাতিয়ে আসছে।
আর হোয়াটসঅ্যাপও নিত্যনতুন নানান স্টিকার্স ইন্ট্রোডিউস করে। যা এই স্টিকার গুলিকে আরও সকলের কাছে গ্রহণযোগ্য করে তোলে। এর আগেও আমরা দেখেছিলাম WhatsApp ভ্যাকসিন নেওয়া কে প্রমোট করার জন্য স্টিকার্স নিয়ে এসেছিল। সেটাও সকলের কাছে অত্যধিক জনপ্রিয়তা পেয়েছিল।
সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।