Apple ও গুগল রিলিজ করলো কোভিড-19 ট্র্যাকিং সফটওয়্যারের টেস্ট ভার্সান !

টেক জায়েন্ট গুগল ও Apple কোভিড-19 ট্র্যাকিং করার সফটওয়্যার ডেভেলপ করার জন্য এই মাসের শুরু থেকেই পার্টনারশিপ করেছিল ।

আজ এই দুই সংস্থা প্রথম রিলিজ করলো ওই ট্র্যাকিং সফটওয়্যারের API।

নির্বাচিত কিছু ডেভেলপারকে এখনো অবধি এই হেলথ সফটওয়্যারটি দেওয়া হয়েছে যাতে তারা এটি ব্যবহার করে নানা ট্র্যাকিং অ্যাপ্লিকেশন তৈরি করতে পারে।

Apple Xcode 11.5 থার্ড বিটা ভার্সান ও iOS 13.5 বিটা ভার্সান রিলিজ করেছে।

Apple ও গুগল কবে পাবলিক ভার্সান হিসেবে সফটওয়্যারটি রিলিজ করবে ?

মনে করা হচ্ছে মে মাসের মাঝামাঝি পাবলিক ভার্সান হিসেবে সফটওয়্যারটি রিলিজ করবে।

পাবলিক রিলিজের সাথে সাথেই অ্যান্ড্রয়েড ও iOS এর সকল ডেভেলপার এই সফটওয়্যার ইউস করতে পারবে।

আরও জানুন : অ্যামাজন ভারতে চালু করল পে লেটার সার্ভিস ! আগে কিনুন পরে টাকা দিন !

এই দুই সংস্থা জানিয়েছে মে মাসের 1 তারিখে এই সফটওয়্যারের API ও পরবর্তী পাবলিক রিলিজ সম্বন্ধে বিস্তারিত জানানো হবে।

কিভাবে কাজ করবে সফটওয়্যারটি?

ইউসারের ফোনের ব্লুটুথের মাধ্যমে মূলত এটি কাজ করবে।

হেলথ এজেন্সিগুলি মূলত ইউজারের ফোনে স্টোর থাকা ডেটা ইউস করে বলবে যে ওই সংক্রমিত ব্যক্তির আশেপাশে কারা কারা এসেছিল।

এই দুই সংস্থা আবারো বলেছে যে ইউজারের ব্যক্তিগত কোনো তথ্য অব্যশই ফাঁস করা হবেনা অর্থাৎ সফটওয়্যারটি নিরাপদ।