এর আগেই খবর পাওয়া গিয়েছিল যে 30 শে এপ্রিল Xiaomi অনলাইন ইভেন্টের মাধ্যমে Redmi Note 9 সিরিজটি লঞ্চ করবে ।
Redmi Note 9 Pro, Redmi Note 9 Pro Max ও Redmi Note 9s এই তিনটি সেটের সঙ্গেই Redmi Note 9 ও রিলিজ হলো।
একই সঙ্গে রিলিজ হলো Mi Note 10 Lite ।
কি কি ফিচারস পাওয়া যাবে Redmi Note 9 তে?
Redmi Note 9 এ থাকবে ডুয়াল সিম (Nano + Nano),6.53 ইঞ্চির full-HD+(1,080×2,340 পিক্সেলস) IPS ডিসপ্লে।
ডিসপ্লেতে থাকবে Corning Gorilla Glass 5 এর প্রোটেকশন।
এটির 3GB RAM+64GB Internal Storage ভ্যারিয়েন্টটির দাম হবে 199 US ডলার ।
4GB RAM +128 GB Internal storage ভ্যারিয়েন্টটির দাম হবে 249 US ডলার ।
আরও জানুন : অ্যামাজন ভারতে চালু করল পে লেটার সার্ভিস ! আগে কিনুন পরে টাকা দিন !
Forest Green, Polar White, Midnight Grey কালার ভ্যারিয়েন্ট পাওয়া যাবে।
এতে থাকবে লেটেস্ট Android 10 যেটি MIUI 11 দ্বারা পরিচালিত, প্রসেসর MediaTek Helio G85।
ব্যাটারি 5020 mAh ,18W ফাস্ট চারজিং সাপোর্ট করবে ;ফ্রন্ট ক্যামেরা 13 মেগাপিক্সেল।
ব্যাকে থাকবে Quad Camera সেট-আপ 48 মেগাপিক্সেলের Samsung GM1 প্রাইমারি সেন্সরযুক্ত ক্যামেরার সঙ্গে।
মে মাসের মাঝামাঝি সময়ে ভারতে সেটটির বিক্রি শুরু হবে।