ফ্লিপকার্টের মতোই অ্যামাজন ও ভারতে চালু করল পে লেটার সার্ভিস (Pay Later)।
এই পে লেটার সার্ভিসের মাধ্যমে আমাজন গ্রাহকরা ইনস্ট্যান্ট ক্রেডিট পাবেন।
এই জিরো-ইন্টারেস্ট ক্রেডিট এর মাধ্যমে গ্রাহকরা তাদের ক্রেডিট করা টাকা বারো মাসের মধ্যে অ্যামাজন কে ফেরত দিতে পারবেন।
1 টাকা থেকে 60 হাজার টাকা পর্যন্ত যেকোনো মূল্যের জিনিস ক্রয়ের ক্ষেত্রে অ্যামাজন পে লেটার সার্ভিস ব্যবহার করা যাবে।
এছাড়াও আপনার মাসিক ইউটিলিটি বিল জমা, রিচার্জ, জলের বিল জমা ইত্যাদি পে লেটার সার্ভিসের মাধ্যমে আপনি করতে পারেন।
আরও জানুন : আবার বিনামূল্যে ইন্টারনেট দেওয়া শুরু করলো জিও ! জেনেনিন বিস্তারিত !
আপনি যদি ক্রেডিট করেন 12 মাসের ইজি ইএমআই এর সাহায্যে আপনাকে 1.5 থেকে 2.5 শতাংশ সুদে সেই টাকা তাদের ফেরত দিতে হবে।
অ্যামাজন পে গিফট কার্ড কেনার ক্ষেত্রে ,গোল্ড কেনার ক্ষেত্রে ,সিলভার কেনার ক্ষেত্রে বা কোনো ইন্টারন্যাশনাল মার্চেন্টের থেকে কোন জিনিস কেনার ক্ষেত্রে কিন্তু আপনি পে লেটার সার্ভিসটি ব্যবহার করতে পারবেন না।
প্রসঙ্গত উল্লেখ্য আর আগেও 2018 সালে অ্যামাজন তাদের গ্রাহকদের জন্য ইএমআই পরিষেবাটি এনেছিল।
এই পরিষেবাতে ন্যূনতম আট হাজার টাকার মূল্যের জিনিস ইএমআই এ কেনা যেত।