গত কয়েকদিন আগেই গুগল ঘোষণা করেছিল এবার তারা পুরনো ডুডল গুলিকে ফিরিয়ে নিয়ে আসবে । এবং তার মাধ্যমে লকডাউন এর ফলে আপনার একঘেয়েমি কাটানোর চেষ্টা করবে তারা।
সে কথা অনুযায়ী তারা প্রত্যেক দিন আলাদা আলাদা গুগল ডুডল নিয়ে আসছে । আর সেগুলো অলরেডি আগে ব্যবহৃত হয়েছে ।
কিন্তু তবুও সেই গুগল ডুডল গুলি আমাদের নতুন কিছু শেখায় !
চলুন দেখে নেওয়া যাক আজকের গুগল ডুডল এর বিশেষত্ব !
আজকের গুগল ডুডল কিভাবে আপনি ব্যবহার করবেন ?
আজকের গুগল ডুডল এগিয়ে আপনি ক্লিক করলেই সেখানে খুব সুন্দর ভাবে একটি স্টেজ খুলে যাবে ।
এবং আপনি একটি মিউজিক তৈরি করার টিউটোরিয়াল পেয়ে যাবেন ।
আজকের গুগল ডুডল এ একটি বিশেষ ধরনের বাদ্যযন্ত্র ব্যবহার করতে আপনাকে শেখানো হবে ।
এই বাদ্যযন্ত্রের নাম থেরামিন !
থেরামিন এর সাহায্যে শুধুমাত্র নির্দিষ্ট পদ্ধতিতে হাতের ইশারা করে মিউজিক তৈরি করা যায় ।
আরও জানুন : এয়ারটেল এর এই চারটি প্রিপেড প্ল্যান অবাক করার মতো ! এত কম টাকায় এই বেনিফিট !
এই বাদ্যযন্ত্র তৈরি করেছিলেন লিওন থেরামিন !
গুগলের এই বিশেষ ডুডল ব্যবহৃত হয়েছিল 2016 সালের মার্চের 9 তারিখে । আর এটা ব্যবহার করা হয়েছিল ক্লারা রোকমরের 105 বছর জন্মদিন হিসেবে !
তিনি এই বাদ্যযন্ত্র বাজাতে অত্যন্ত পারদর্শী ছিলেন ।
আজকের গুগল ডুডল এ গিয়ে আপনি এই বিশেষ বাদ্যযন্ত্র বাজাতে শিখে ফেলতে পারবেন ।
এবং গুগল আপনাকে এই বাদ্যযন্ত্রে একটি নির্দিষ্ট মেলোডি তৈরি করতে শেখাবে ।
তাই আর দেরী কেন ?
এখনই আজকের গুগল ডুডল এ ক্লিক করুন এবং এই বিশেষ বাদ্যযন্ত্রটি সম্পর্কে বিস্তারিত ভাবে জেনে নিন ।
আর শিখে নিন এই বাদ্যযন্ত্র কিভাবে বাজাতে হয় সেটাও।