যাবতীয় সমস্যা মিটিয়ে আবার কাজ শুরু করে দিল Hubble Telescope, খুশির খবর জানাল NASA

মাত্র একমাস আগেই সকলকে ব্যথিত করে দিয়ে হঠাৎ করে হাবল টেলিস্কোপ (Hubble Telescope) কাজ করা থামিয়ে দিয়েছিল। হাবল টেলিস্কোপ কে পুনরায় অনলাইন করতে নাসা (NASA) সমস্ত রকমের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল বহুদিন ধরেই। আর অবশেষে হল সেই অপেক্ষার অবসান। হাবল টেলিস্কোপ আবার কাজ শুরু করে দিয়েছে। পাওয়া যাচ্ছে এমনই খবর।

সমস্যা মিটিয়ে আবার কাজ শুরু করে দিল Hubble Telescope

1990 সালে হাবল টেলিস্কোপ কে মহাকাশে পাঠানো হয়েছিল। মহাকাশের অজানা রহস্য উদঘাটনই ছিল প্রথম উদ্দেশ্য। আর দীর্ঘ 31 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেছে গেছে এই হাবল টেলিস্কোপ। মাঝে সমস্যা এসেছে, কিন্তু সেই সমস্যাকে জয় করা গেছে সহজেই। তবে এবারের সমস্যা সবার কপালে চিন্তার ভাঁজ ফেলেছিল।

সমস্যা হয়েছিল টেলিস্কোপের পেলোড কম্পিউটারে (Payload Computer)। যার ফলে জুন মাসের 13 তারিখে কাজ করা বন্ধ করে দেয় বিজ্ঞানের এই বিস্ময়। বারবার চেষ্টা করেও কাজ ব্যর্থ হচ্ছিলেন নাসার সায়িন্টিস্টরা। প্রাইমারি পেলোড কম্পিউটারের সমস্যা হওয়াতে নাসা অনেক রকম ভাবে চেষ্টা করে গেছে সেকেন্ডারি প্রেলোড কম্পিউটারকে কাজে লাগাতে। সেই প্রচেষ্টাই ব্যর্থ হয়েছিল অনেকবার।

জেনেনিন : স্মার্টফোনের ব্যাটারি লাইফ কিভাবে বাড়াবেন? জেনেনিন গুরুত্বপূর্ণ কিছু ট্রিক্স

এই সমস্যা সমাধানেই প্রায় এক মাসের ওপর লেগে গেল নাসার। ইতিমধ্যেই আগের মত কাজ শুরু করে দিয়েছে হাবল টেলিস্কোপ। তবে সমস্যার যে সমাধান এসেছে তাতেই খুশি মহাকাশ প্রেমীরা। 

প্রসঙ্গত উল্লেখ্য, হাবল টেলিস্কোপ এর মধ্যে যে কম্পিউটার ব্যবহার করা হয়েছে সেই কম্পিউটার বহু পুরনো। সেই কম্পিউটার তৈরি করা হয়েছিল 1980 সালে। এটা নাসা স্ট্যান্ডার্ড স্পেইসক্রাফট কম্পিউটার 1। সংক্ষেপে NSSC-1।