কাজ করা থামিয়ে দিল Hubble Space Telescope, দায়ী সেই টেকনিক্যাল সমস্যা

Hubble Space Telescope ShresthoTech
Hubble Space Telescope (Image : NASA)

1990 সালে Hubble Telescope কে মহাকাশে পাঠানো হয়েছিল। উদ্দেশ্য ছিল একটাই। মহাকাশের অজানা-অচেনা রহস্য উদঘাটন। 30 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে গেছে হাবল টেলিস্কোপ। আমাদের হাঁ করিয়ে দেওয়ার মতো অনেক ছবি পাঠিয়েছে। অনেক রহস্য উন্মোচন করেছে মহাকাশের। এই টেলিস্কোপ সত্যিই বিশ্বস্ত প্রহরীর মত পালন করে গেছে তার ডিউটি।

এরই মধ্যে ঘটে গেছে এক খারাপ ব্যাপার। ছেদ পড়েছে Hubble Telescope এর কাজে। নাসার পক্ষ থেকে জানানো হয়েছে Hubble Telescope কাজ করা থামিয়ে দিয়েছে। তার জন্য দায়ী করা হয়েছে টেকনিক্যাল সমস্যাকেই। 

NASA জানিয়েছে হাভেল টেলিস্কোপের পেলোড কম্পিউটারে (Payload Computer) গোলযোগ দেখা দিয়েছিল। আর এই পেলোড কম্পিউটারই টেলিস্কোপ কে কন্ট্রোল করা থেকে শুরু করে কোঅর্ডিনেশন এর কাজ, তার সাথে এর মধ্যে অবস্থিত জটিল যন্ত্রপাতিকে ইনস্ট্রাকশন পাঠানো, সমস্ত কিছু সম্পন্ন করতে সাহায্য করত।

এই গুরুত্বপূর্ণ অংশটি বিকল হয়ে যাওয়াতে হাবল টেলিস্কোপ কাজ থামিয়ে দেয় জুন মাসের 13 তারিখে। মাত্র একদিন পরেই আবার এই কম্পিউটারকে রিস্টার্ট করানোর চেষ্টা করা। হয় কিন্তু সেখানেও ব্যর্থ হতে হয় নাসার সাইন্টিস্টদের। গত বৃহস্পতিবার আবার এই কম্পিউটারটি রিস্টার্ট করানোর চেষ্টা করা হয়। কিন্তু এখনও পর্যন্ত সেই কম্পিউটারকে রিস্টার্ট করানো যায়নি।

জেনেনিন : 37 লাখ টাকার এই হেলমেট পড়ে দেবে আপনার মন, শুরু হয়ে গেল এর বিক্রি

তাই বলে নাসার বিজ্ঞানীরা কিন্তু এখনোও আশা ছাড়েননি। তারা জানাচ্ছেন শীঘ্রই এই সমস্যার সমাধান নিয়ে আসবেন তারা। Hubble টেলিস্কোপ কে পুনরায় আগের মত কার্যকরী করে তুলবেন। আবার মেতে উঠবেন মহাকাশের অজানা রহস্য উন্মোচনে।

প্রসঙ্গত উল্লেখ্য, Hubble Telescope-এর মধ্যে যে কম্পিউটার ব্যবহার করা হয়েছে সেই কম্পিউটার তৈরি করা হয়েছিল 1980 সালে। এটি NASA-র Standard Spacecraft Computer-1। যাকে সংক্ষেপে বলা হয় NSSC-1।

সমস্ত বাধা কাটিয়ে হাভেল টেলিস্কোপ কি আবার ফিরে আসবে? দুশ্চিন্তাগ্রস্থ মহাকাশ প্রেমীদের কাছে এখন প্রার্থনা ছাড়া কোনো পথ নেই।