গুগল ক্রোম (Google Chrome) ব্যবহার করেন না এমন ব্যক্তি খুব কমই রয়েছেন। বর্তমান সময়ে সর্বাধিক ব্যবহৃত ওয়েব ব্রাউজার (Web Browser) হল গুগলের এই গুগল ক্রোম। আর গুগল ক্রোমের মধ্যেও আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম সমস্যা দেখেছি। অতিসম্প্রতি গুগল সচেতন করে জানিয়েছে যে গুগল ক্রোম এর মধ্যে এমনই এক সমস্যা পাওয়া গিয়েছিল যার ফলে হ্যাকাররা সমস্যায় ফেলতে পারতেন গুগল ক্রোম ইউজারদের।
গুগল জানিয়েছে এই ভালনারেবিলিটি ব্যবহার করে হ্যাকাররা অনেক খারাপ কাজ করে ফেলতে পারে। যা পরবর্তীকালে সমস্যায় ফেলবে আপনাকে। লিক হয়ে যেতে পারে আপনার অনেক সেনসেটিভ তথ্যও। এমনকি চিরকালের জন্য হারিয়েও ফেলতে পারেন তাদের।
এবার এই বিষয়ে আপনার কি করনীয় যদি আপনি চিন্তা করেন, তাহলে সেই কাজটাও খুবই সিম্পল। ইতিমধ্যে এই সমস্যার সমাধান নিয়ে চলে এসেছে গুগল। তাই এই সমাধান আপনার গুগল ক্রোমে ইমপ্লিমেন্ট করার জন্য শুধুমাত্র আপনার গুগল ক্রোম ব্রাউজারকে আপডেট করে নিন।
আপনার ডিভাইসের গুগল ক্রোম আপডেট করার জন্য সেটিংস (Settings) এ যান। সেখান থেকে হেল্প (Help) এবং অ্যাবাউট গুগল ক্রোম (About Google Chrome)-এ চলে যান। তার মধ্যে গেলে গুগল ক্রোম আপডেট করার প্রয়োজন হবে কিনা দেখিয়ে দেওয়া হবে। অটোমেটিক আপডেট শুরু হয়ে যাবে প্রয়োজনে।
তাই এখুনি আপনার ডিভাইসের গুগল ক্রোম টিকে আপডেট (Update) করে নিন। আর সিকিউর থাকুন। সমস্ত লেটেস্ট টেক আপডেট সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকুন, আর শ্রেষ্ঠ থাকুন।