ইন্টারনেট গুরুত্ব এখনকার সময়ে অপরিসীম। আর ইন্টারনেট স্পিড এর গুরুত্বও তার তুলনায় কম যায় না। এতদিন পর্যন্ত বিশ্বে সর্বাধিক ইন্টারনেট স্পিড ছিল 178 Tbps। এবার সেই স্পিড কেও ছাড়িয়ে যাওয়া গেল।
ইন্টারনেট স্পিডে হল নতুন বিশ্বরেকর্ড
ইন্টারনেট স্পিড অত্যন্ত কম হলে সমস্যায় পড়তে হয় আমাদের। আবার বেশি ইন্টারনেট স্পিড থাকলে পাওয়া যায় নানা অ্যাডভান্টেজ। এমন অবস্থায় নতুন এক রেকর্ড করে ফেলল জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজির রিসার্চাররা।
তারা নতুন ইন্টারনেট স্পিড অর্জন করলেন। তারই সাথে করে ফেললেন ওয়ার্ল্ড রেকর্ডও। আর এই ইন্টারনেট স্পিড হল 319 টেরাবাইট পার সেকেন্ড অর্থাৎ 319 Tbps। এই অবিশ্বাস্য ইন্টারনেট স্পিড অর্জন করতে তারা ব্যবহার করেছেন নতুন ধরনের এক অপটিক ফাইবার ক্যাবল। শুধুমাত্র সেটাই নয়। তার সাথে রয়েছে কিছু নতুন টেকনিক এর প্রয়োগও।
জেনেনিন : Pegasus Spyware-এর মাধ্যমে টার্গেট করা হচ্ছে ভারতীয়দের, কিভাবে সচেতন থাকবেন?
এতদিন পর্যন্ত ছিল 178 Tbps হাইয়েস্ট ইন্টারনেট স্পিড ছিল। তার প্রায় দ্বিগুণ ইন্টারনেট স্পিড অর্জন করা সম্ভব হয়েছে এই নতুন প্রযুক্তির সাহায্যে।তবে এই ইন্টারনেট স্পিড অর্জন করা সম্ভব হলেও সাধারণ ব্যবহারের জন্য এই ইন্টারনেট স্পিড উপলব্ধ হবেনা, সেটা বলার অপেক্ষা রাখে না। বিশেষ বিশেষ ক্ষেত্রে এই ইন্টারনেট স্পিড কাজে লাগানো যেতে পারে। তার মধ্যে রয়েছে মহাকাশ বিজ্ঞান অথবা ক্রিটিক্যাল ডিফেন্স রিলেটেড প্রজেক্ট।
তবে সাধারন মানুষের ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবে এই অবিশ্বাস্য ইন্টারনেট স্পিড। বর্তমানে কত ইন্টারনেট স্পিড পাচ্ছেন? সমস্ত লেটেস্ট টেক আপডেট পেতে আমাদের অবশ্যই ফলো করুন। আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।