Pegasus Spyware-এর মাধ্যমে টার্গেট করা হচ্ছে ভারতীয়দের, কিভাবে সচেতন থাকবেন?

Hack ShresthoTech

ইন্টারনেটে কোনকিছুই সিকিউর নয়, ব্যাপারটাকে আরও সত্যি করে দিয়ে এবার সামনে চলে এল পেগাসাস স্পাইওয়্যার (Pegasus Spyware)। জানা যাচ্ছে হাইপ্রোফাইল কিছু ভারতীয়দের ফোনের WhatsApp-এ আড়িপাতা হয়েছিল এই পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে। তার মধ্যে যেমন বিখ্যাত জার্নালিস্ট রয়েছেন, তেমনই রয়েছেন বিখ্যাত লইয়ার থেকে শুরু করে অ্যাক্টিভিস্টস রাও। 

আর এখন পেগাসাস স্পাইওয়্যারই মাথাব্যথার কারণ হয়ে উঠেছে সকলের। জানা যাচ্ছে ইজরায়েলি কোম্পানি NSO Group এই পেগাসাস স্পাইওয়্যারের নির্মাতা। হোয়াটসঅ্যাপ এই ব্যাপারটি বুঝতে পেরে আইনি পদক্ষেপও নেয় এই কোম্পানির বিরুদ্ধে। 

ধীরে ধীরে বৃদ্ধি পাওয়া এই পেগাসাস স্পাইওয়্যার এর ক্ষমতা জানলে আপনি হতবাক হয়ে যাবেন। খুব সহজেই ইউজারকে টার্গেট করে নেওয়া হয়। এমনকি আপনার স্মার্টফোনে পাঠানো কোনো লিংকেও ক্লিক করতে হবে না। আপনার হোয়াটসঅ্যাপে একটি মিসকলের মাধ্যমেই তারা আপনার যাবতীয় ইনফরমেশন হাতিয়ে নিতে পারবে। এমনই শক্তিশালী এই পেগাসাস স্পাইওয়্যার। 

শুধু Android প্লাটফর্মই নয়। iOS প্ল্যাটফর্মও এর কবল থেকে মুক্ত নয়। এই পরিস্থিতিকে নিজেদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিভাবে সিকিউর রাখবেন সে বিষয়ে আমরা আগেও জানিয়েছি। যদিও এখনও বিশেষ কিছু বিখ্যাত ব্যক্তিত্বদেরই টার্গেট করে হয়েছে, তবুও বেশ কিছু পদক্ষেপ মেনে চলতে হবে সকলকেই। 

জেনেনিন : POCO F3 GT স্পেসিফিকেশন্স, Flipkart মাইক্রোসাইট থেকে, দাম এবং লঞ্চ ডেট

প্রথমত আপনার ডিভাইস কে সবসময় আপডেটেড রাখুন। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখুন। 

অজানা অচেনা কোন লিংকে ক্লিক করবেন না। পুরস্কারের লোভ দেখানো রয়েছে এমন লিংক থেকে সর্বদাই দূরে থাকুন। ভুলেও সেগুলিতে ক্লিক করতে যাবেন না।

স্মার্টফোনে অজানা এবং অবিশ্বাসযোগ্য কোন এপ্লিকেশন ইন্সটল করে না রাখাই ভালো। এই ধরনের অ্যাপ্লিকেশন থেকে পেগাসাস নয়, অন্য যেকোনো ধরণের এট্যাকের সম্ভাবনা বেড়ে যায়। 

সবশেষে বলে যায় বর্তমান সময়ে পেগাসাস স্পাইওয়্যার এখন একটি জিরো ক্লিক এটাকে পরিণত হয়েছে। আর তাই এই স্পাইওয়্যার থেকে নিজেদের রক্ষা করা প্রায় অসম্ভব হয়ে চলেছে। তবুই আপনাকে সচেতন থাকতে হবে।