স্মার্টফোনের ব্যাটারি লাইফ কিভাবে বাড়াবেন? জেনেনিন গুরুত্বপূর্ণ কিছু ট্রিক্স

Smartphone Battery ShresthoTech

বর্তমান সময়ে আমরা সকলেই স্মার্টফোনের সাথে নিজেদের অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে নিয়েছি। টেকনোলজি উন্নত হওয়ার পাশাপাশি স্মার্টফোন গুলোকেও নতুন রূপে নিয়ে আসছে। যে কোন স্মার্টফোন কেনার সময় আমরা স্মার্টফোনের ব্যাটারি পারফরমেন্সের উপর বিশেষ নজর রাখি। 

কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে নিজেদের সামান্য ভুলের কারণে স্মার্টফোনের মধ্যে দেখা দিচ্ছে ব্যাটারি পারফরমেন্সের সমস্যা। আপনি যদি একজন স্মার্টফোন ব্যবহারকারী হন তাহলে আজকের আর্টিকেলের মাধ্যমে আপনাকে জানাবো কিভাবে আপনি আপনার স্মার্টফোনের ব্যাটারি লাইফ বাড়িয়ে তুলবেন (Increase Battery Life of Your Smartphone)।

স্মার্টফোনের Battery Life কিভাবে বাড়াবেন?

1. লক্ষ্য করে দেখা গেছে স্মার্টফোনের যে সমস্ত অ্যাপ লেটেস্ট ভার্সন ছাড়া ব্যবহৃত হচ্ছে সেই সমস্ত App দ্রুত ব্যাটারি ড্রেন করে। তাই আপনার স্মার্টফোনটির মধ্যে ব্যাবহৃত অ্যাপগুলি কে যথাযথ আপডেট করে রাখুন। একই সাথে সে সমস্ত App থেকে প্রতিনিয়ত নোটিফিকেশন আসতে থাকে এমন অ্যাপগুলিকে Uninstall করুন। 

2. ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাবার ক্ষেত্রে স্মার্টফোনের Wallpaper অনেকটা দায়ী। তাই প্রয়োজনে আপনি Dark Theme Wallpaper ব্যবহার করুন। অথবা আপনার স্মার্টফোনে যদি Dark Mode উপলব্ধ থাকে তাহলে সেটি অবশ্যই ব্যবহার করুন। Live Wallpaper ব্যবহার করা থেকে বিরত থাকুন। ব্যাটারি খুব দ্রুত ড্রেইন করে এই লাইভ ওয়ালপেপার। 

3. ডিসপ্লে ব্রাইটনেস যত বেশি হবে সেক্ষেত্রে ব্যাটারি খরচ তত বেশি হবে। তাই ব্রাইটনেসকে ম্যানুয়ালি কমিয়ে দিন। এরই সঙ্গে প্রয়োজনে আপনার ডিভাইসের সেটিংসে থাকা Screen Timeout বা Screen Timer অপশনটির সময়সীমা যতটা সম্ভব কমিয়ে দিন।

4. প্রতিনিয়ত ইন্টারনেট পরিষেবা ব্যবহারের ফলে স্মার্টফোনের ব্যাটারি লাইফ কমে যায়। প্রয়োজন ছাড়া আপনার ডিভাইসের সর্বক্ষণ Data কানেকশন ON করে রাখবেন না। যখন ইন্টারনেট ব্যবহার করবেন না তখন ইন্টারনেট কানেকশন অবশ্যই OFF করে রাখুন।

5. গুরুত্বপূর্ণ কাজ করার থাকলে আপনার স্মার্টফোনের ব্যাটারি সেটিংসে গিয়ে Battery Saver Mode বা Power Saving Mode অপশনটি On করুন। কিন্তু ভুল করেও চার্জিং অবস্থায় আপনার ডিভাইসটি ব্যবহার করবেন না। বেশ কিছু ক্ষেত্রে আপনি আপনার স্মার্টফোনের রিডিং মোড ফিচারটি ব্যবহার করতে পারেন।

6. আপনার স্মার্টফোন সংস্থার তরফ থেকে নির্ধারিত স্মার্টফোনের সাথে যুক্ত চার্জারই সর্বদা ব্যবহার করুন। দ্রুত আপনার স্মার্টফোনটিকে ফুল চার্জ করার জন্য কখনোই যা সাপোর্ট করে তার বেশি ফাস্ট চার্জার ব্যবহার করবেন না। মনে রাখবেন অতিরিক্ত ফাস্ট চার্জার ব্যবহার করার ক্ষেত্রে আপনার ডিভাইসটির ব্যাটারি ক্ষতিগ্রস্ত হতে পারে। 

জেনেনিন : কিভাবে ট্রুকলার থেকে আপনার নাম্বার রিমুভ করবেন? TruCaller থেকে বেরিয়ে আসতে চাইলে অবশ্যই দেখুন

7. আপনার স্মার্টফোনটির ভাইব্রেশন সেটিং বন্ধ রাখুন। একই সাথে আপনার স্মার্টফোনের কীবোর্ড সেটিংসে গিয়ে কিবোর্ড সাউন্ড এবং ভাইব্রেশন এই অপশনটি বন্ধ করে দিন। এতে আপনার ডিভাইসের চার্জ বেশিক্ষণ স্থায়ী থাকবে। একই সাথে যখন আপনি Wi-Fi, Bluetooth, NFC ব্যবহার করবেন না তখন এগুলো বন্ধ রাখুন। 

8. স্মার্টফোনের OS টিকে সর্বদা লেটেস্ট ভার্সনে আপডেট করে রাখুন। আপনার স্মার্টফোনটিতে যদি সিস্টেম আপডেট উপলব্ধ থাকে তাহলে দেরি না করে সেটি এখনই আপডেট করে নিন। এটি আপনার স্মার্টফোনের ব্যাটারিতে অনেক ক্ষেত্রেই ইম্প্রুভমেন্টস নিয়ে আসে। 

9. বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে দেখা গেছে ফ্যাক্টরি রিসেট করার পর স্মার্টফোনের ব্যাটারি পারফরমেন্সে কিছুটা হলেও উন্নত হয়েছে। তাই যদি আপনার স্মার্টফোনটি ব্যাটারি পারফরম্যান্স নিতান্তই খারাপ হয়ে থাকে তাহলে শেষ উপায় হিসাবে ফ্যাক্টরি রিসেট করে দেখতে পারেন। 

জেনেনিন : কিভাবে নিজের WhatsApp একাউন্ট সুরক্ষিত রাখবেন? জেনেনিন খুঁটিনাটি বিস্তারিত ভাবে আর সিকিউর থাকুন

উপরে উল্লেখিত বিষয়গুলিকে আপনি যদি ভালোভাবে ফলো করেন তাহলে আপনার ডিভাইসের ব্যাটারি পারফরমেন্সে আগের থেকে নিঃসন্দেহে অনেকটাই বেড়ে যাবে। গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।